জুয়াড়ির প্রস্তাব গোপন করে পাওয়া শাস্তি কমাতে পারলেও জরিমানার পরিমাণ কমাতে পারেননি পাকিস্তানের উমর আকমল। তবে জরিমানার সাড়ে ৪২ লাখ রুপি দেওয়ার সামর্থ্য ‘না’ থাকলেও আকমলকে ছাড়া দিতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২০২০ সালে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) জুয়াড়ির প্রস্তাব গোপন করায় জাতীয় দলের ব্যাটসম্যান উমর আকমলকে তিন বছরের নিষেধাজ্ঞাসহ সাড়ে ৪২ লাখ রুপি জরিমানা করেছিল পিসিবি।
পিসিবির দেওয়া ওই শাস্তির বিপক্ষে আপিল করে দুই বছর কমিয়ে এক বছরে নিয়ে আসেন আকমল। তবে আর্থিক জরিমানাতে কোন পরিবর্তন আনতে পারেনি তিনি।
এদিকে, জরিমানার সাড়ে ৪২ লাখ রুপি দেওয়ার মতো আকমলের সামর্থ্য নেই বলে একটি সূত্র জানিয়েছি। সূত্র জানায়, আর্থিক জরিমানার টাকা কিস্তিকে পরিশোধ করার আবেদন জানিয়েছেন আকমল। তবে আকমলের আবেদন নাকচ করে দিয়েছে পিসিবি।
আকমলের শাস্তি কমালেও জরিমানার পুরো অর্থই একসাথে দিতে হবে বলে জানিয়েছে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]