বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক আট বছর নিষিদ্ধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫২ এএম, ১৫ এপ্রিল ২০২১
বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক আট বছর নিষিদ্ধ

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও লিজেন্ড হিথ স্ট্রিক আইসিসির দুর্নীতিবিরোধী বিধি ভাঙায় আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। তার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়। এক সময়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এ পেস বোলিং কোচের শাস্তির বিষয়টি বুধবার (১৪ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি নিশ্চিত করেছে।

হিথ স্ট্রিকের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনে আইসিসির দুর্নীতি দমন কমিশন-আকসু। অভিযোগ আনার পর প্রথমে বিরোধিতা করলেও পরে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন স্ট্রিক।

২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জিম্বাবুয়ে এবং বিভিন্ন টি-টোয়েন্টি লিগের কোচ থাকার সময় তার কর্মকাণ্ড নিয়ে তদন্ত করেছে আইসিসি। ম্যাচ পাতাতে সহায়ক হতে পারে দলের এমন তথ্যও ফাঁস করার অভিযোগ আনা হয় স্ট্রিকের বিরুদ্ধে।
sportsmail24
জিম্বাবুয়ের কোচ থাকার সময় তৃতীয় পক্ষের কাছে দলের খেলোয়াড়দের তথ্য শেয়ার করতেন বাংলাদেশের সাবেক এ পেস বোলিং কোচ। ২০১৮ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ সম্পর্কিত ভেতরের তথ্য ফাঁস করেন তিনি। একই বছর জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ এবং আইপিএল, বিপিএল ও আফগানিস্তান প্রিমিয়ার লিগেও একই অনৈতিক কাজ করেছেন স্ট্রিক।

দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনালে পাঁচটি অভিযোগের মধ্যে সবগুলো স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন স্ট্রিক। এখন ২০২৯ সালের ২৮ মার্চের আগে ক্রিকেটীয় কোন কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না এই জিম্বাবুয়ে কিংবদন্তি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অবসরের সিদ্ধান্ত নিলেন চিগুম্বুরা

অবসরের সিদ্ধান্ত নিলেন চিগুম্বুরা

সাড়ে তিন বছর পর বাবরের কাছে শীর্ষস্থান হারালো কোহলি

সাড়ে তিন বছর পর বাবরের কাছে শীর্ষস্থান হারালো কোহলি

আইসিসির মন্তব্যে নড়েচড়ে বসেছে বিসিসিআই

আইসিসির মন্তব্যে নড়েচড়ে বসেছে বিসিসিআই

এলবিডব্লিউ রিভিউ নিয়মের পরিবর্তন

এলবিডব্লিউ রিভিউ নিয়মের পরিবর্তন