‘কঠোর’ লকডাউনের মাঝে বিমান যাতায়াতের ঝামেলা এড়াতে এক ম্যাচ না খেলেই দেশের পথে উড়াল দিয়েছেন দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দলের মেয়েরা। তবে করোনা পজিটিভ হওয়ায় আটকে গিয়েছিলেন পাঁচ প্রোটিয়া নারী ক্রিকেটার। ২৪ ঘণ্টা না পেরুতেই ঢাকায় দ্বিতীয় পরীক্ষায় তাদের সবার কোভিড-১৯ নেগেটিভ ফল এসেছে।
বাংলাদেশ নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বিষয়টি নিশ্চিত করেছেন। এর করোনা পজেটিভ হওয়ার খবরও সংবাদ মাধ্যমে তিনিই নিশ্চিত করেছিলেন।
এদিকে, মঙ্গলবার (১৩ এপ্রিল) নেগেটিভ রিপোর্ট হাতে পাওয়া মাত্রই দেশের বিমান ধরেছেন প্রোটিয়া মেয়েরা। কারণ, লকডাউনের কারণে বুধবার (১৪ এপ্রিল) থেকে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রাখা হচ্ছে।
শফিউল আলম চৌধুরী নাদেল জানান, সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজে করা টেস্টে তাদের ‘ভুয়া’ পজিটিভ এসেছিল। আজ (মঙ্গলবার) ঢাকায় আবার টেস্ট করালে সবার রিপোর্ট নেগেটিভ আসে। নেগেটিভ আসায় ওরা আজ সন্ধ্যা ৬টায় এমিরেটস এয়ারলাইনসে দেশে ফিরছে।
এর আগে পাঁচজনের করোনা পজিটিভ আসায় তাদের রেখেই আজ (মঙ্গলবার) ভোরে দেশে চলে গেছে টিমের বাকি ১৭ জন নারী ক্রিকেটার। করোনা পজিটিভ আসায় ঢাকার একটি হোটেলে আইসোলেশনে ছিলেন তারা।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]