নিজেদের মাটিতে সফররত পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও হারের স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শুধু পরাজয় নয়, হেরে যাওয়া এ ম্যাচে জরিমানা গুণতে হয়েছে তাদের।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৪ উইকেটে হেরে গেছে দক্ষিণ আফ্রিকা। তবে বোলিং করার সময় নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় নেওয়ায় জরিমানার কবলে পড়তে হয়েছে।
স্লো ওভার রেটের কারণে পুরো দলকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি নিজেই এ তথ্য নিশ্চিত করেছে।
বলা হয়, আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফট দক্ষিণ আফ্রিকা দলকে শাস্তির আওতায় আনেন। নির্ধারিত সময়ে দক্ষিণ আফ্রিকা ১ ওভার কম করায় এ শাস্তি দেওয়া হয়েছে।
আইসিসি কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ ২.২২ অনুযায়ী, মিনিমাম ওভার রেটের অপরাধে প্রতি ১ ওভারের জন্য দলের সদস্যদের ম্যাচ ফি’র ২০ শতাংশ করে জরিমানা করা হয়।
এদিকে, অধিনায়ক ক্লাসেন আরোপিত শাস্তি মেনে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]