ঠান্ডা মেজাজের খেলোয়াড় হিসেবে খ্যাতি রয়েছে রাহুল দ্রাবিড়ের। সম্প্রতি এক ভিডিওতে রাহুলকে মেজাজ হারিয়ে গাড়ির লুকিং গ্লাস ভাঙ্গতে দেখা যায়, ক্রিকেট ভক্তরা সেটা দেখে অবাক হলেও পরে নিজেরাই বুঝতে পারেন যে সেটা ছিল কেবলই বিজ্ঞাপন।
তবে খেলার মাঠে কিংবা অনুশীলনে কখনো কি মেজাজ হারিয়েছিলেন দ্রাবিড় এমন প্রশ্নটি অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। সেই প্রশ্নের উত্তর দিলেন রাহুলেরই সতীর্থ , ভারত জাতীয় দলের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ
সম্প্রতি এক সাক্ষাতকারে শেবাগ জানান যে, দ্রাবিড়কে তিনি ধোনির উপর রেগে যেতে দেখেছিলেন। সেই ঘটনা উল্লেখ করে শেবাগ বলেন, 'পাকিস্তান সফরের সময় আমি রাহুল ভাইকে একবার ধোনির উপর রাগ করতে দেখি। তখন ধোনি দলে একেবারের নতুন। একটা ম্যাচে ধোনি একদম ই বাজে শট খেলে আউট হয়ে গেলে মেজাজ হারিয়ে ধোনির কাছে যায় রাহুল ভাই।'
ধোনিকে সেদিন কি বলেছিল রাহুল, সেটাও জানান শেবাগ, একই সাথে তিনি জানান ইংরেজী ভাষায় দুর্বল হওয়ায় তিনি সেখানে বেশীক্ষণ দাঁড়াননি।
শেওয়াগ বলেন, 'ধোনির কাছে এসে রাহুল ভাই বলেছিল, এভাবে তুমি খেলা শিখেছো? তোমার উচিত ছিল ম্যাচটা শেষ করে আসা।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]