দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ২১ সদস্যের বাংলাদেশ দল। সফরে দলের সঙ্গে দুটি দায়িত্ব নিয়ে যাচ্ছেন শাহরিয়ার নাফীস। শ্রীলঙ্কা সফরে টিম বাংলাদেশের অপারেশন্স ম্যানেজারের দায়িত্বের সাথে দলের লজিস্টিকসও (লজিস্টিকস ম্যানেজার) তাকে দেখতে হবে।
শাহরিয়ার নাফীস এর আগেও শ্রীলঙ্কা সফরে গিয়েছেন। তবে এবারের সফর তার জন্য সম্পূর্ণ আলাদা। সর্বশেষ শ্রীলঙ্কা সফরে নাফীস গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে, দলের খেলোয়াড় হয়ে। এবার যাচ্ছেন ভিন্ন রূপে।
টিম বাংলাদেশের অপারেশন্স ম্যানেজারের সাথে দলের লজিস্টিকস ম্যানেজারের দায়িত্বও দেখাশোনা করবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাওয়া সেই দায়িত্ব শতভাগ পালন করতে দৃঢ় প্রতিজ্ঞও তিনি।
নিজের দায়িত্ব সম্পর্কে সংবাদ মাধ্যমে নাফীস বলেছেন, ‘বিসিবি কাজটির জন্য আমাকে যোগ্য মনে করেছে, এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এখানে ভিন্ন ভূমিকা ও ভিন্ন দায়িত্ব। আমার লক্ষ্য থাকবে নিজের কাজগুলো যেন সুন্দরভাবে করতে পারি।’
চলতি বছরেরর ১৩ ফেব্রুয়ারি সবধরনের ক্রিকেটকে বিদায় জানান বাংলাদেশ ক্রিকেটের সাবেক ওপেনার শাহরিয়ার নাফীস। একই দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেপুটি অপারেশন্স ম্যানেজার হিসেবে আনুষ্ঠিানিকভাবে দায়িত্ব পান তিনি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]