ঘরের মাঠে ওয়ানডে সিরিজ পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও পরাজয় বরণ করা দক্ষিণ আফ্রিকা জয়ের খোঁজে সোমবার (১২ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যে ৬টা ৩০ মিনিটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে সফরকারি পাকিস্তানের বিপক্ষে।
প্রথম ম্যাচে ১৮৮ রানের বড় সংগ্রহ দাঁড় করেও বাজে ফিল্ডিং এর কারণে হারতে হয় প্রোটিয়াদের, অন্যদিকে ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে রেকর্ড ১৮৯ রান তাড়া করে জয় পেয়ে যায় পাকিস্তান।
এ বছর ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা পাকিস্তান ৩টিতেই পেয়েছে জয়, সব গুলোতেই প্রতিপক্ষ হিসেবে ছিল দক্ষিণ আফ্রিকা। আর তাই দক্ষিণ আফ্রিকা দলের শক্তিমত্তা যেমন জানা আছে পাকিস্তানের তেমনি তাদের দুর্বলতাও অজানা নয় তাদের।
অন্যদিকে, সিরিজ হার এড়াতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার জয়ের বিকল্প নেই। ইতিমধ্যেই আইপিএল খেলতে ৫ ক্রিকেটার চলে যাওয়ায় অনেকটাই শক্তি কমে গেছে প্রোটিয়াদের। তবে নিজেদের ঘরের মাঠের সুবিধাকে কাজে লাগিয়ে জয় দিয়েই সিরিজে ফিরতে চাইবে তারা। এ বছর ৪টি ম্যাচে খেলে ৩টিতেই পরাজয় বরণ করা আফ্রিকা নিশ্চিত করেই চাইবে ঘুরে দাঁড়াতে।
ম্যাচ জিতে আফ্রিকার সামনে চ্যালেঞ্জ সিরিজ বাঁচানোর আর পাকিস্তানের সামনে সুযোগ সিরিজ জয় নিশ্চিত করার।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]