জ্যোতির সেঞ্চুরি, প্রোটিয়া মেয়েদের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪১ এএম, ১২ এপ্রিল ২০২১
জ্যোতির সেঞ্চুরি, প্রোটিয়া মেয়েদের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে টানা তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে আরও বড় ব্যবধানে জয় তুলে নিল বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরির পর ফাহিমা-সালমা খাতুনদের বোলিংয়ে ১১০ রানের ব্যবধানে জয় পেয়েছে বাংলার মেয়েরা।

রোববার (১১ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৬ রানের বিশাল সংগ্রহ গড়ে নিগার সুলতানারা।

ব্যাট হাতে নিগার সুলতানা জ্যোতি অপরাজিত ১০১ রান করেন। ১৩২ বলের এ ইনিংসে ৮টি চারের মার ছাড়াও একটি ছক্কা মারের জ্যোতি। এছাড়া ওপেনার মুর্শিদা ৪১ (৭৮) এবং সোবহানা মোস্তারি ৪৫ (৫২) রান করেন।
sportsmail24
২৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আনেকে বোসের ৬৩ রানের ইনিংস ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি। দলের পক্ষে ব্রাট হাতে ‍দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান এসেছে অ্যান্ড্রি স্টেইনের ব্যাট থেকে।

অন্যদিকে, বাংলাদেশের পক্ষে বল হাতে ২৯ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন ফাহিমা খাতুন। এছাড়া সালমা খাতুন ২টি এবং রিতু মনি, নাহিদা আক্তার ও লতা মন্ডল একটি করে উইকেট শিকার করেন।

ম্যাচ সেরা হয়েছে সিরিজ দ্বিতীয়বারের মতো সেঞ্চুরি হাঁকানো নিগার সুলতানা জ্যোতি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টানা জয়ে নিগার সুলতানাদের সিরিজ জয়

টানা জয়ে নিগার সুলতানাদের সিরিজ জয়

নিগার সুলতানার অপরাজিত সেঞ্চুরি, বাংলাদেশের টানা জয়

নিগার সুলতানার অপরাজিত সেঞ্চুরি, বাংলাদেশের টানা জয়

টেস্ট মর্যাদা পেল বাংলাদেশের নারীরা

টেস্ট মর্যাদা পেল বাংলাদেশের নারীরা

চলতি বছর বাংলাদেশে হচ্ছে না অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

চলতি বছর বাংলাদেশে হচ্ছে না অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ