বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান ভারতের বিরাট কোহলি ও পাকিস্তানের বাবর আজম। নিজ নিজ দেশের হয়ে দারুণ খেলে যাচ্ছেন তারা। একের পর এক রেকর্ড নিজেদের করে নিচ্ছে কোহলি ও আজম।
টি-টোয়েন্টি র্যাংকিং এ ব্যাটসম্যানদের তালিকায় দীর্ঘদিন প্রথম স্থানেই ছিলেন পাকিস্তানের আজম, আর অন্যদিকে ওয়ানডেতে সেরা ব্যাটসম্যানের তকমাটা নিজের করে রেখেছেন কোহলি।
তবে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কোহলিকে পিছনে ফেলে আবারও এগিয়ে গেলেন বাবম আজম। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৬ হাজার রানের মাইলফলকে পা দেয়া বাবর এর জন্য খেলেছেন মাত্র ১৬৫ ইনিংস, যেখানে ভারতের ভিরাট কোহলি সমান সংখ্যক রান করতে খেলেছিল ১৮৪ ইনিংস।
তবে, বাবরের চেয়েও কম ইনিংস খেলে ৬ হাজার রান করার রেকর্ড রয়েছে ক্রিকেটের 'ইউনিভার্স বস' খ্যাত ক্রিস গেইলের। মারকুটে এই ব্যাটসম্যান তার ট-টোয়েন্টি ক্যারিয়ারে ৬ হাজার রান করতে খেলেছিলেন মাত্র ১৬২ ইনিংস।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]