শেষ ওভারের ফিল্ডিংয়েই ডুবলো দক্ষিণ আফ্রিকা। ইনিংসের শেষ ছয় বলে দুটি ক্যাচ মিস ও মিস ফিল্ডিংয়ে হারের স্বাদ নিতে হলো। ওয়ানেড সিরিজ জয়ের পর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড রান তাড়া করে জয় তুলে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো পাকিস্তান।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জোহানেসবার্গে স্বাগতিকদের ১ বল বাকি থাকতে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। এর আগে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করেছে পাকিস্তান।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে এইডেন মাকারামে ৫২ ও নতুন অধিনায়ক ক্লাসেনের ৫০ রানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানের বিশাল টার্গেট দাঁড় করায় প্রোটিয়ারা।
বল হাতে পাকিস্তানের পক্ষে মোহাম্মদ নেওয়াজ ও হাসান আলি দুটি করে উইকেট শিকার করেন।
টি-টোয়েন্টি ক্রিকেটে ১৮৯ রানের টার্গেটে এর আগে কখনো জেতেনি পাকিস্তান। ফলে জয় পেতে হলে অবশ্যই রেকর্ড গড়তে হতো পাকিস্তানের। ব্যাট হাতে সেটিই করলো তারা। ওপেনার রিজওয়ানের অপরাজিত ৭৪ রানের উপর ভর করে ৪ উইকেটে জয় তৃুলে নেয় পাকিস্তান।
এর আগে পাকিস্তান ১৮৮ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল। তবে আজ সেই রেকর্ড ভেঙে ১৮৯ রান তাড়া করে জয় লাভ করে পাকিস্তান।
১৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার রিজওয়ানের দায়িত্বশীল ৭৪ রানের পাশাপাশি শেষের দিকে ফাহিম আশরাফের ১৪ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসই পাকিস্তানের জয়ের পথ সহজ করে দেয়।
শেষ ওভারেও জয়ের সুযোগ ছিল প্রোটিয়াদেরও। তবে দুটি ক্যাচ ছাড়ার সাথে যেন ম্যাচটাও ছুটে যায় তাদের। ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের ওপেনার রিজওয়ান।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]