ওয়ানডেতে তামিমের পর কায়েসই সেরা : আশরাফুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৪ এএম, ১১ এপ্রিল ২০২১
ওয়ানডেতে তামিমের পর কায়েসই সেরা : আশরাফুল

এক সময় দু‘জনই খেলেছেন জাতীয় দলে, তবে বর্তমানে দু‘জনই এখন জাতীয় দলের বাইরে রয়েছেন। বাস্তবতা মেনে নিয়ে দুজনই চালিয়ে যাচ্ছেন জাতীয় দলে ফেরার আপ্রাণ চেষ্টা। বলা হচ্ছে, ওপেনার ইমরুল কায়েস ও সাবেক তারকা খেলোয়াড় মোহাম্মদ আশরাফুলের কথা। 

জাতীয় দলে সুযোগ পাওয়া আশরাফুলের জন্য এখন প্রায় পাহাড় বিজয়ের মতো চ্যালেঞ্জ। কোভিডের কারণে মাঠে নেই খেলা, অন্যদিকে বয়সও তার অনেক।  

নিজে জাতীয় দলে ফিরতে না পারলেও ইমরুল কায়েসের প্রতি যে `অবিচার` করা হচ্ছে তা নিয়ে মুখ খুললেন তিনি।

এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে আশরাফুল বলেন, ওয়ানডে ফরম্যাটে ইমরুলের সুযোগ না পাওয়াটা খুবই হতাশাজনক। 

সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে ওয়ানডে ফরম্যাটে তামিমের পরেই ইমরুল অটো চয়েস হওয়ার কথা বলে তিনি মনে করেন।

আশরাফুল বলেন, `ইমরুল কায়েসের ওয়ানডে রেকর্ড দেখলে দেখা যায়, তাকে সব সময় তামিম ইকবালের পরে এক নাম্বার চয়েস ধরা যায়। তার সর্বশেষ ১০টা ওয়ানডে দেখলে কিংবা তার ওডিআই রেকর্ড দেখলেও বিষয়টা স্পষ্টই বুঝা যায়  । কিন্তু তাকে বাদ দেওয়ার বিষয়টা তার জন্য দুর্ভাগ্যই বলা যায়।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো কিউই নারীরা

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো কিউই নারীরা

টি-টোয়েন্টিতে ব্যর্থ বাংলাদেশ, উত্তরণের উপায় কি?

টি-টোয়েন্টিতে ব্যর্থ বাংলাদেশ, উত্তরণের উপায় কি?

আইপিএলের লোগো এবি ডিভিলিয়ার্সকে দেখেই তৈরি!

আইপিএলের লোগো এবি ডিভিলিয়ার্সকে দেখেই তৈরি!

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন তামিম-তাসকিনরা

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন তামিম-তাসকিনরা