প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে ক্রিকেট বোর্ডের অন্যতম শীর্ষ পরিচালক আকরাম খান। করোনা পজিটিভ হওয়ার পর পরই আইসোলেশনে চলে গেছেন তিনি।
শনিবার (১০ এপ্রিল) সকালে গণমাধ্যমকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আকরাম খান বেশ কিছুদিন থেকেই মৃদু উপসর্গ নিয়ে গলাব্যথা ও ঠাণ্ডায় ভুগছিলেন। শুক্রবার (৯ এপ্রিল) করোনা পরীক্ষা করালে সন্ধ্যায় রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি বাসাই আইসোলেশনে আছেন। শনিবার আকরাম খানের স্ত্রী সাবিনা আকরামের করোনা টেস্ট করা হবে। একইসঙ্গে তাদের দুই সন্তানকে সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে।
শনিবার (১০ এপ্রিল) সকালে সাংবাদিকদের আকরাম খান বলেন, শুক্রবার দিনে পরীক্ষা করি। রাতেই করোনা পরীক্ষার ফল পেলাম, পজিটিভ এসেছে। এখন পুরোপুরি আইসোলেশনে আছি। তবে আমি শারীরিকভাবে সুস্থ আছি।
এদিকে আকরাম খানের আগে করোনায় আক্রান্ত হয়েছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা।
আকরাম খান ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৮টি টেস্ট ও ৪৪টি একদিনের আন্তর্জাতিক খেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
স্পোর্টসমেইল২৪/এসআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]