দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তৃতীয় জয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ইমার্জিং দল। সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে সিরিজ জয়ের পাশাপাশি সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়েও গেছে বাংলাদেশের মেয়েরা।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে সফরকারী দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। তবে বাংলাদেশ বোলারদের তোপে ৩৩ দশমিক ৩ ওভারে মাত্র ৯২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন আনিকে বোচেস। এছাড়া ওপেনার আন্দ্রি স্টেইন ১৯ রান করেন। বাংলাদেশের নাহিদা আকতার-রিতু মনি ও রাবেয়া খান ৩টি করে উইকেট নেন।
জবাবে ১৩২ বল বাকি রেখে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুন সর্বোচ্চ ৪৬ রান বাংলাদেশের জয়কে সহজ করে দেয়। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১৩ ও ফারজানা হক ১৬ রান করেন। ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রাবেয়া।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]