দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরকে হারানো সহজ নয়, সেই কঠিন কাজটিই করে দেখালো পাকিস্তান। সদ্য শেষ হওয়া ৩ ম্যাচ সিরিজ ২-১ এ জিতে নিয়েছে পাকিস্তান। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে টানা দুইবার আফ্রিকার মাঠে সিরিজ জিতলো পাকিস্তান।
বর্তমান দলের এমন পারফরম্যান্সে দারুণ খুশি দলটির সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। এক টুইট বার্তায় তিনি দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। একই সাথে তিনি খুবই হতাশ ও অবাক হয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এর সিদ্ধান্তে।
তৃতীয়য় ও সিরিজ নির্ধারণী ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাদের ৫ খেলোয়াড়কে আইপিএলের জন্য ছেড়ে দেয়। এর ফলে ৩য় ম্যাচে অনেকটাই দুর্বল দল নিয়ে খেলতে হয়েছে।
দক্ষিণ আফ্রিকার এমন কাণ্ডে বিষ্ময় প্রকাশ করেছেন আফ্রিদি। তিনি লিখেন, `আমি খুবই অবাক হয়েছি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড যেভাবে সিরিজের মাঝে আইপিএল খেলার জন্য খেলোয়াড় ছেড়ে দিল তাতে। আন্তর্জাতিক ক্রিকেটের চেয়েও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন বেশি গুরুত্ব পাচ্ছে, বিষয়টি নিয়ে নতুন করে ভাবার দরকার।`
সিরিজের মাঝ পথে যে পাঁচ ক্রিকেটার আইপিএল খেলতে গিয়েছে তারা হরেন- কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ডেভিড মিলার ও অ্যানরিখ নরকিয়া।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]