ইংলিশ ক্রিকেটার মঈন আলীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিশ্বব্যাপী সমালোচিত হওয়া তসলিমা নাসরিনের সেই টুইটারের সমালোচনা করলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি ইংলিশ ক্রিকেটার মঈন আলী'র প্রতি সহানুভূতি ব্যক্ত করেন। ৭ এপ্রিল (বুধবার) বিকেলে নাফিস তার ভেরিফাইড পেইজে এ প্রসঙ্গে লিখেনঃ 'আমি দুঃখিত ভাই মইন আলী। আমি লজ্জিত। এসব কারণেই সেই উন্মাদ শয়তান আজ রাষ্ট্রহীন। আমি তীব্র নিন্দা জানাই। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আল্লাহ তোমার মর্যাদা দিন দিন বাড়িয়ে দিন। আমীন'
এর আগে তসলিমা নাসরিনের এই টুইট নিয়ে মন্তব্য করেন মঈন আলির বাবা, আর্চার, বিলিংস সহ আরো অনেক ক্রিকেটার। উল্লেখ্য যে, তসলিমা নাসরিন তার টুইটারে মঈন আলী ক্রিকেটার না হলে সিরিয়ার গিয়ে আইএসে যোগ দিতো বলে মন্তব্য করেন।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]