ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৪তম আসরে মাঠে নামার আগেই সমর্থক হিসেবে বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টকে পাশে পেলেন বিরাট কোহলিরা। দূর দেশ থেকে প্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) জার্সি পরে শুভকামনা জানিয়েছেন তিনি। বোল্টের এমন কর্মে কোহলি-এবি ডিভিলিয়ার্সরাও সাড়া দিয়েছেন।
উসাইন বোল্ট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের (আরসিবি) জার্সি পরে সামজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছবি পোস্ট করছেন।
আরসিবি-র জার্সি গায়ে জরিয়ে বোল্ট লিখেছেন, চ্যালেঞ্জার্স, তোমাদের মনে করিয়ে দিতে চাই, আমিই এখনও বিশ্বের দ্রুততম মানব।
বোল্টের উত্তর দিয়ে দলের অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, এটা নিয়ে কোনও সন্দেহ নেই এবং আমরা এই কারণেই তোমাকে দলে নিয়েছি।
বিরাট কোহলির পর উত্তরে আরসিবি-র দলের উইকেটরক্ষক ডিভিলিয়ার্স লিখেছেন, আমাদের যখন বাড়তি রানের প্রয়োজন পড়বে, তখন কাকে ডাকতে হবে সেটা আমরা জানি। স্কুলে পড়ার অবস্থায় অল্পবিস্তর ক্রিকেট খেলেছেন বোল্ট। দীর্ঘদিন ধরে এই খেলাকে অনুসরণও করছেন তিনি।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]