কোচ হিসেবে বাজে সময়ই যাচ্ছে ডোমিঙ্গোর । সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে একপ্রকার আত্মসমর্পণই করে বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রিকেটারদের এমন হতচ্ছাড়া পারফরম্যান্স এরপর প্রশ্ন উঠেছে কোচের ভূমিকা নিয়েও।
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ এবং এরপর নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ পর্যন্ত হেড কোচকে সময় দিতে চান বিসিবি অফিসিয়ালরা। ফলে আপাতত কোচের ব্যাপারে না ভেবে সবাই তাকিয়ে আছেন শ্রীলঙ্কা সিরিজের দিকেই।
বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান বলেন, `শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ শেষে আমরা একটি মিটিংয়ে বসব, সেখানেই কোচের ব্যাপারে মূল্যায়ন করা হবে। শুধু কোচ নয়, বাকি স্টাফদের কাজ নিয়েও আমরা সে মিটিংয়ে আলোচনা করবো।`
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই নতুন কোচ খুঁজছে বিসিবি। যেখানে রয়েছে ওটিস গিবসনের নামও। যদিও সবকিছু এখনও অনিশ্চিত।
এ ব্যাপারে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন এখনই কোন মন্তব্য না করে বরং কোচের পক্ষেই কথা বলেছেন তিনি। বলেন, `সে ভালো কোচ বিধায়ই আমরা তাকে দলে নিয়েছি। পারফরমেন্স যে সব সময় কোচের উপর নির্ভর করে তা নয়। কোচ তার পরিকল্পনা দিতে পারেন, কিন্তু মাঠে খেলতে হবে খেলোয়াড়দেরই।`
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]