দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে জয় দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে শুরু করলো বাংলাদেশ নারী ইমার্জিং দল। সিরিজের প্রথম ম্যাচে সফররত দক্ষিণ আফ্রিকা মেয়েদের ৫৫ রানে হারিয়ে দিয়েছে নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ইমার্জিং দল।
রোববার (৪ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। ফলে প্রথমে ব্যাট করে বাংলাদেশের মেয়েরা।
ব্যাট হাতে দুর্দান্ত শুরু করলেও নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৬ সংগ্রহ করে বাংলাদেশ নারী ইমার্জিং দল। ব্যাট হাতে দলের পক্ষে ফারজানা হক অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন।
জবাবে ব্যাট করতে নেমে ৪৪ দশমিক ৫ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় সফররত দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। দলের পক্ষে প্রথম দিকে প্রতিরোধ করলেও শেষ দিকে খেই হারিয়ে ফেলেন তারা।
দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার অ্যান্ড্রি স্টেইন। এছাড়া বাকি আর কোনো ব্যাটসম্যান ভালো করতে পারেননি। সালমা খাতুন-জাহানারা আলমদের বোলিং তোপে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
বল হাতে সামলা খাতুন ৩টি এবং জাহানারা আলম, রুমানা আহমেদ এবং সানজিদা আক্তার মেঘলা ২টি করে উইকেট শিকার করেন।
এর আগে ব্যাট হাতে ফারজানা হকের অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন। ১০১ বলের তার এ ইনিংসে টি চারের মার ছিল। দুই ওপেনার মুর্শিদা খাতুন ৩৬ এবং শামীমা সুলতানা ৩৪ রান করেন। এছাড়া দলের পক্ষে রুমানা আহমেদ ১৩ এবং রিতু মনি ১১ রান করেন।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]