নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জাতীয় দলের সাথে দেশে ফিরলে ঢাকার হযরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বের হননি বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আইপিএল খেলার সেখানে থেকে উড়াল দেবেন ভারতে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক সাপোর্টার ওয়াসিম খান এ তথ্য নিশ্চিত করেছেন। বলেন, মোস্তাফিজ দেশে এসেছে। তবে আইপিএল খেলতে আজই (রোববার) ভারতে যাবে। সে কারণে সে বিমানবন্দর থেকে বের হয়নি।
সোমবার (৫ এপ্রিল) আইপিএল খেলতে ভারত যাওয়ার কথা থাকলেও করোনা ঝুঁকি এড়াতে মোস্তাফিজ একদিন আগেই চলে যাচ্ছেন। যার ফলে সরাসরি ভারতের বিমানে ওঠার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মোস্তাফিজ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল ক্যারিয়ারে শুরু করলেও এবার রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামবেন। আইপিএলের ১৪তম আসরে নিলাম থেকে তাকে ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে দলে নিয়েছে রাজস্থান।
আইপিএলের ১৪তম আসরে ১২ এপ্রিল রাজস্থান রয়্যালসের খেলা শুরু হবে। ভারত পৌঁছানোর পর ৭ দিন কোয়ারেন্টাইন পালন করতে হবে মোস্তাফিজকে। ফলে কোয়ারেন্টাইন শেষে ১২ তারিখে দলের প্রথম ম্যাচে মোস্তাফিজের খেলা অনেকটা অনিশ্চিত।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]