নিউজিল্যান্ড সফর শেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শুধু খালি হাতেই দেশে ফিরেনি সাথে নিয়ে এসেছে দুঃসংবাদ। নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে পরাজয়ে ৩ রেটিং পয়েন্ট হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন দশম।
নিউজিল্যান্ডের সিরিজ খেলার আগে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ২২৯ রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল অষ্টমে। সিরিজ শেষে রেটিং ২২৬-এ নেমে যাওয়ায় বাংলাদেশের অবস্থান এখন দশম স্থানে।
আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে তালিকায় বাংলাদেশের থেকে এগিয়ে রয়েছে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। এর মধ্যে আফগানিস্তানের রেটিং পয়েন্ট ২৩০ এবং ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ২২৮।
অন্যদিকে ২৫১ রেটিং নিয়ে ষষ্ঠ তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকা। এবং বাংলাদেশকে হারিয়ে ২৫৫ পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চমে রয়েছে নিউজিল্যান্ড।
sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]