নিউজিল্যান্ড সফর শেষে খালি হাতে দেশে ফিরলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে দলের সাথে বাংলাদেশে ফিরেননি প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো এবং ফিল্ডিং কোচ রায়ান কুক। সিরিজ শেষে তারা ছুটি নিয়েছেন।
রোববার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মাহমুদউল্লাহ রিয়াদদের বহনকারী বিমান।
দীর্ঘ সফর শেষে দেশের ক্রিকেটারা ফিরলেও কোচিং স্টাফের সবাই ফিরেননি। সফরে থাকা মোট ২০ জন ক্রিকেটারের মাঝে তামিম ইকবাল এবং হাসান মাহমুদ আগেই ফিরে আসায় আজ দেশে ফিরেছেন বাকি ১৮ জন।
টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ছুটি নিয়েছেন। তিনি নিউজিল্যান্ডেই ছুটি কাটাবেন। এছাড়া ফিল্ডিং কোচ রায়ান কুক পরিবারের কাছে দক্ষিণ আফ্রিকায় ফিরেছেন। এ দু’জন ছাড়া কোচিং ও সাপোর্ট স্টাফের বাকি সদস্যরা দলের সঙ্গে ঢাকা ফিরেছেন।
সফরে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শুধু হোয়াইটওয়াশ নয়, কোনো ম্যাচেই নিজেদের মেলে ধরতে পারেনি টাইগার ক্রিকেটাররা। ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিং, ক্রিকেটের সব বিভাগেই বাজে পারফর্ম করেছে তামিম-মাহমুদউল্লাহরা।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]