অর্জনের পাল্লায় ব্যর্থতার বোঝা নিয়ে লম্বা এক সফর শেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রোববার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে খেলোয়াড়দের বহনকারী বিমানটি ঢাকায় অবতরণের কথা রয়েছে।
নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানোর স্বপ্ন ছিল এবার। তবে তার আর হয়নি। এ স্বপ্ন আরও দীর্ঘায়িত হয়েছে বাংলাদেশ দলের।
সফরে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী বাংলাদেশ দলকে মাঠে যেন খুঁজে পাওয়ােই যায়নি। নিষ্প্রভ ছিল টাইগার ক্রিকেটারদের পারফরম্যান্স। পুরো সিরিজেই ছিল শুধু ব্যর্থতার হতাশা।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজ পরাজয়ের পর টি-টোয়েন্টিতে সিরিজেও জয়ের দেখা পায়নি দল। কিউইদের সাথে কোনো ফরম্যাটেই লড়াই করতে পারেনি বাংলাদেশ। উল্টো শেষ টি-টোয়েন্টিতে মাত্র ১০ ওভারেই অলআউট হয়ে সমালোচনার মুখে পড়েছে টিম বাংলাদেশ।
এদিকে, দেশে ফিরলেও বেশিদিনের বিরতি পাবে না ক্রিকেটাররা। কয়েকদিন পরই উড়াল দিতে হবে শ্রীলঙ্কার উদ্দেশে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]