ভারতের বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তি হয়েছেন শুক্রবার (২ এপ্রিল), এই আনন্দের সুর এখনো ভাসছে ভারত জুড়ে। সেইদিনে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাটের উত্তাপে কুলাশেখারার করা বলটা গ্যালারি আছড়ে ফেলে অবাক দৃষ্টে কয়েক সেকেন্ড তাকিয়ে ছিলেন। এরপরেই একটা স্টাম্প তুলে নিয়ে সাজঘরের দিকে দৌঁড় দিয়েছিলেন তিনি।
বিশ্বকাপ জয়ের সেরা সেই ব্যাট এখন কোথায় অনেকের এমন প্রশ্ন জাগতেই পারে। উত্তরে বলতে গেলে সেই সেরা ব্যাট গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকাভুক্ত হয়েছেন। ভারতের বিশ্বকাপ অর্জনের কয়েক মাস পরেই বিশ্বকাপ জয়ী ধোনির সেই ব্যাটটি স্থান পায় রেকর্ড অর্থে।
বিশ্বকাপ অর্জনের তিনমাস মাস পরেই ধোনির সেই ব্যাট আর কে গ্লোবাল শেয়ারস অ্যান্ড সিকিউরিটিস লিমিটেড নামে একটি সংস্থা লন্ডনে ১ লক্ষ পাউন্ডে কিনে নিয়েছিল, যার ভারতীয় মুদ্রায় দাম হয়েছিল এক কোটি টাকার কাছাকাছি। এরপর থেকেই বিশ্বের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেট ব্যাট হিসেবে সেই ব্যাটটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকাভুক্ত হয়।
উল্লেখ্য, ২০১১ সালের সেই বিশ্বকাপে ফাইনালে শ্রীলঙ্কার দেওয়া ২৭৫ রানের লক্ষ্যামাত্রা নিয়ে মাঠে নামে ভারতীয় বিশ্বকাপ অর্জনকারীরা। সেইদিন ৭৯ বলে ৯১ রানে অপরাজিত থেকে অধিনায়ক হিসেবে ইতিহাস গড়েছিলেন মাহি। সেই সাথে দেশকে বিশ্বের বুকে জায়গা করে দিয়েছিলেন।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]