নিরাপত্তা শঙ্কার কারণে বড় বড় ইভেন্ট চলাকালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিসি) গাড়ি পার্কিং নিষিদ্ধ করা হচ্ছে। কেবল গাড়ি পার্কিং নয়, পথচারীদেরও নিষিদ্ধ করা হয়েছে। মূলত গাড়ী বোমা হামলা রুখতেই এমন সিদ্ধান্ত নেয়া হলেও বিশ্ব জুড়ে এ সিদ্ধান্তের সমালোচনার ঝড় বইছে।
গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট দলের বক্সিং ডে টেস্টের প্রথম দিকে এক লাখ ধারণ ক্ষমতাসম্পন্ন এ স্টেডিয়ামে পার্কিং নিষিদ্ধ করা হয় এবং পুরো বছরেই বড় বড় ইভেন্টে এ নিষেধাজ্ঞা বলবত থাকবে বলে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
এমসিসি প্রধান নির্বাহী স্টুয়ার্ট ফক্স এক বিবৃতিতে বলেন, ‘বিশ্ব জুড়ে এবং আমাদের দেশের আশেপাশে চলমান খেলাগুলো থেকে এটা পরিষ্কার যে, বিশেষ করে ভীড় আক্রান্ত স্থানগুলোতে স্টেডিয়ামের বাইরে পথচারীদের কাটিয়ে গাড়ি নিয়ে যাওয়ার ঝুঁকি দূর করা প্রয়োজন।’
আগামী সপ্তাহে শুরু হওয়া অস্ট্রেলিয়ান ফুটবল লিগ মৌসুমেও এ নিষেধাজ্ঞা বলবত থাকবে। গত দুই বছরে ইউরোপ ও যুক্তরাস্ট্রে বেশ কয়েকটি গাড়ী বোমা হামলা চালিয়েছে ইসলামী জঙ্গীরা।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম এ শহরে গত বছর দুইবার গাড়ি বোমা হামলা হয়েছে। তবে পুলিশের দাবি হামলাগুলোর সঙ্গে সন্ত্রাসীদের কোন সম্পর্ক ছিল না।
গত ডিসেম্বরে মেলবোর্ন পথচারীদের ভিড়ের মধ্যে এক ব্যক্তি একটি গাড়ি উঠিয়ে দিলে ২০ ব্যক্তি আহত হয়। পরবর্তীতে ৮৩ বছর বয়সী এ ব্যক্তি মারা যান। ২০১৭ সালের জানুয়ারিতে মেলবোর্নে এক ব্যক্তি মানুষের ভিড়ের উপড় একটি গাড়ি উঠিয়ে দিয়ে ২০ জন নিহত হন।