স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় জয় পেয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে স্বাগতিকদের ৩ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান। এর ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।
শুক্রবার (২ এপ্রিল) টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে শেষ বলে জয় তুলে নেয় পাকিস্তান।
৫৫ রানেই ৪ উইকেট শিকার করে ভালোই জবাব দিচ্ছিলো পাকিস্তানি বোলাররা। তবে দ্যুশেনের দুর্দান্ত ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৩ রান সংগ্রহ করে তারা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার ফখর জামানের উইকেট হারায় পাকিস্তান। তবে এরপর শুধুই ছিল পাকিস্তানি ব্যাটসম্যানদের দাপট। ইমাম উল হকের ৭০, উইকেট কিপার রেজওয়ানের ৪০ রানের সাথে দলের জয়ে মূল ভূমিকা রেখেছে বাবর আজম।
১০৪ বলে ১০৩ রানের অনবদ্য ইনিংসে সহজেই জয়ের সুভাস পাচ্ছিল পাকিস্তান। তবে মাঝ পথে এনরিকের বোলিং তোপে পড়ে চাপে পড়ে তারা।
জয়ের জন্য শেষ ওভারে মাত্র ৩ রানের দরকার পড়লেও প্রোটিয়া বোলার এন্ডিলের প্রথম ৪ বলে কোনো রানই নিতে পারেনি পাকিস্তানিরা। উল্টো চাপে পড়ে যায় ব্যাটসম্যানরা। তবে শেষ পর্যন্ত শেষ ২ বলে ৩ রান নিয়ে পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছান সাদাব। ম্যাচ সেরা হয়েছেন বাবর আজম।
এ জয়ের ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ ও ৭ এপ্রিল।
sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]