দ্যুশেনের শতকে লড়াকু সংগ্রহ দক্ষিণ আফ্রিকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১১ এএম, ০৩ এপ্রিল ২০২১
দ্যুশেনের শতকে লড়াকু সংগ্রহ দক্ষিণ আফ্রিকার

শুরুটা ছিলো সাবধানী, তবে শেষটা ছিলো "শেষ" এর মতোই।  দক্ষিণ আফ্রিকার ভ্যান দ্যুশেনের অনবদ্য অপরাজিত শতকে নির্ধারিত ৫০ ওভার শেষে  ৬ উইকেটের বিনিময়ে ২৭৩ রান করে লড়াকু সংগ্রহ লাভ করে দক্ষিণ আফ্রিকা। 

দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে টস হেরে ব্যাট করতে নামে প্রোটিয়াসরা। শুরুটা ধীরে করলেও পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এ এক পর্যায়ে দিশেহারাই হয়ে পড়ে আফ্রিকা। মাত্র ৫৫ রানে ৪ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফেরান দ্যুশেন ও ডেভিড মিলার। 

১৩৪ বলে ১২৩ রান করা দ্যুশেনকে সঙ্গ দিয়েছেন অর্ধ শতক হাঁকানো মিলার। মিলার ৫০ করে পাকিস্তানি বোলার রউফের শিকার হলেও এক প্রান্ত আগলে রেখে একাই দলকে টেনে নিয়ে যান শতক হাঁকানো দ্যুশেন। 

পাকিস্তানের হয়ে দুইটি করে উইকেট লাভ করেন শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ। একটি করে উইকেট পেয়েছেন যথাক্রমেঃ ফাহিম আশরাফ ও হাসনাইন। 

 

সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে জিততে করতে হবে ২৭৪ রান। \

 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]

 

 



শেয়ার করুন :