প্রাণঘাতি করোনাভাইরাসে গত শনিবার আক্রান্ত হয়েছেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। এবার মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
শুক্রবার (২ এপ্রিল ) সকালে শচীন টেন্ডুলকার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে জানিয়েছেন।
শচীন টেন্ডুলকার লিখেছেন, আমি সাবধানতা হিসেবেই হাসপাতালে ভর্তি হয়েছি। এবং চিন্তার কোন করণ নেই আশা করছি কয়েকদিনের মধ্যেই বাড়িতে ফিরবো।
আরো লিখেন, 'আপনাদের শুভেচ্ছা ও প্রার্থনার জন্য ধন্যবাদ জানাই। আপনারা সবাই প্রত্যেকে সাবধানে থাকুন ও সতর্ক থাকুন।
অন্যদিকে আজকের দিনে ভারতের বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তি উপলক্ষ্যেও তিনি লিখেন, সব ভারতীয় নাগরিক এবং আমার সতীর্থকে বিশ্বকাপ জয়ের দশ বছর পূর্তি উপলক্ষ্যে শুভেচ্ছা ও অভিনন্দন।
১৯৮৯ সালের নভেম্বরে টেস্ট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পথচলা শুরু হয় টেন্ডুলকারের। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ২৪ বছরের ক্যারিয়ারে দেশের হয়ে ২০০টি টেস্ট, ৪৬৩টি ওয়ানডে ও একটি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন টেন্ডুলকার।
টেস্টে ৫১টি সেঞ্চুরি ও ৬৮টি হাফ-সেঞ্চুরিতে ১৫ হাজার ৯২১ রান, ওয়ানডেতে ৪৯টি সেঞ্চুরি ও ৯৬টি হাফ-সেঞ্চুরিতে ১৮ হাজার ৪২৬ রান এবং টি-টোয়েন্টিতে ১০ রান করেন টেন্ডুলকার।
ওয়ানডে ক্রিকেট ইতিহাসের প্রথম ডাবল-সেঞ্চুরিয়ান টেন্ডুলকার। ২০১০ সালে ফেব্রুয়ারিতে গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ২০০ রান করেছিলেন তিনি। ২০১১ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন টেন্ডুলকার।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]