চলতি বছর বাংলাদেশে হচ্ছে না অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২২ পিএম, ০২ এপ্রিল ২০২১
চলতি বছর বাংলাদেশে হচ্ছে না অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে চলতি বছর বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে না অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। করোনা মহামারির কারণে আবারও তা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী ২০২৩ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১ মার্চ) এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) এ তথ্য নিশ্চিত করেছে। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে এ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সূচি ছিল।

বিবৃতিতে আইসিসি জানায়, করোনার কারণে অনেক দেশই যথাযথভাবে প্রস্তুতি নিতে পারছে না। যে কারণে বছরের শেষ দিকে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, মেয়েদের ওয়ানডে ক্রিকেটে প্লেয়িং কন্ডিশনেও বেশ কিছু পরিবর্তন এনেছে আইসিসি। পাঁচ ওভারের বাধ্যতামূলক ব্যাটিং পাওয়ার প্লে তুলে দেওয়া হয়েছে। এছাড়া টাই হওয়া ম্যাচের ফল নির্ধারণে মেয়েদের ক্রিকেটেও এখন থেকে সুপার ওভার খেলা হবে।

আইসিসি বোর্ড বড় আসরগুলোতে স্কোয়াডে সাতজন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ বাড়ানোর ব্যাপারেও একমত হয়েছে। এছাড়া দলগুলোর কোয়ারেন্টিনে কিংবা জৈব-সুরক্ষা বলয়ে থাকতে হবে।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নারী ক্রিকেটার খুঁজছে বিসিবি

নারী ক্রিকেটার খুঁজছে বিসিবি

সানজিদার সাথে স্ট্যাম্পগুলোও সেজেছিল হলুদ সাজে

সানজিদার সাথে স্ট্যাম্পগুলোও সেজেছিল হলুদ সাজে

নারী ‍ক্রিকেটারদের বেতন বাড়াচ্ছে বিসিবি

নারী ‍ক্রিকেটারদের বেতন বাড়াচ্ছে বিসিবি

শুভ জন্মদিন জাহানারা আলম

শুভ জন্মদিন জাহানারা আলম