বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের পুরুষ ক্রিকেটে শুভ সূচনা করেছে বরেন্দ্র নর্থ জোন। বৃহস্পতিবার (১ এপ্রিল) উদ্বোধনী ম্যাচে চন্দ্রদ্বীপ সাউথ জোনকে ২১১ রানের বড় ব্যবধানে হারিয়ছে বরেন্দ্র নর্থ জোন। জয়ের পেছনে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বরেন্দ্র নর্থ জোনের ফাহিম হাবিব।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে আগে ব্যাটিং করে বরেন্দ্র নর্থ জোন নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৭ রান সংগ্রহ করে।
দলের হয়ে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন মিনহাজুল হাসান। ১০৬ বলের ইনিংস সমৃদ্ধ ছিল ৭ বাউন্ডারিতে। মিসবাহ আহমেদ ৩৮ রানে অপরাজিত ছিলেন। জাহিদুল হক ৩৬, নাঈম আহমেদ ৩১, আরাফাত ইসলাম ২৬ রান করেন।
চন্দ্রদ্বীপ বোলারদের মধ্যে নুরুল হাসান, হাসিব হাওলাদার, শাহরিয়ার সাকিব দু’টি করে এবং কাজী আল আমিন একটি উইকেট শিকার করেন।
বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ২৩৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে চন্দ্রদ্বীপ শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ফাহিম হাবিবের পেসের সামনে দাঁড়াতেই পারেননি চন্দ্রদ্বীপের ব্যাটসম্যানরা।
শেষ পর্যন্ত ৯.৪ ওভারে ২৬ রান তুলে অলআউট হয় চন্দ্রদ্বীপ সাউথ জোন। ৫ ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। দলের পক্ষে ৯ সর্বোচ্চ রান করেছেন চৌধুরী মোহাম্মদ রেজওয়ান।
বরেন্দ্র নর্থ জোনের বোলারদের মধ্যে একাই ৬ উইকেট নেন ফাহিম হাবিব। ৫ ওভারে ১৪ রান খরচ করেন এ পেসার। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে ফাহিম হাবিবের হাতে। বাকি তিনটি উইকেট নিয়েছেন সজিব আহমেদ।
ম্যাচের আগে বেলুন উড়িয়ে গেমসের পুরুষ ক্রিকেটের উদ্বোধন করেন বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর হোসেন খান আলো।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]