বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা পেসার জাহানারা আলমের ২৮তম জন্মদিন আজ বৃহস্পতিবার (১ এপ্রিল)। ১৯৯৩ সালে খুলনা জেলায় আজকের দিনে জাহানারা জন্মগ্রহণ করেন।
স্কুল জীবন থেকেই খেলার প্রতি বেশ আগ্রহী ছিলেন জাহানারা। খেলাধুলার শুরুটা হ্যান্ডবল-ভলিবল দিয়ে হলেও অষ্টম শ্রেণিতে পড়ার অবস্থায় খুলনার ক্রিকেটে যোগ দেন তিনি। সেখান থেকেই তার ক্রিকেটে পথচলা।
বাংলাদেশ নারী ক্রিকেট দলে প্রথম একাদশ থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে যুক্ত এই তারকা নারী ক্রিকেটার। ২০১১ সালের ২৬ নভেম্বর আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিরুদ্ধে ওয়ানডে ফরম্যাটে অভিষেক লাভ করেন তিনি। এছাড়া ২০১২ সালের ২৮ আগস্ট মেলবোর্নে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় জাহানারা আলমের।
এখন পর্যন্ত দেশের হয়ে ৩৭ ওয়ানডে এবং ৭১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাহানারা। যেখানে ৫০ ওভারের ম্যাচে উইকেট নিয়েছেন ৩৩টি। এছাড়া ২০ ওভারের ম্যাচে উইকেট শিকার করেছেন ৫৫টি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তার সেরা বোলিং হচ্ছে যথাক্রমে ৩/২১ ও ৫/২৮।
জাহানারা আলম ২০১০ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে রৌপ্য পদক অর্জন করেন।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]