বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে পেসার মুকিদুল ইসলাম মুগ্ধর বোলিং তোপে জয়ের মুখ দেখছে রংপুর বিভাগ। বল হাতে খুলনা বিভাগের বিপক্ষে দুই ইনিংসে ১২ উইকেটের শিকার করেছেন মুগ্ধ। ফলে জয়ের জন্য রংপুরের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ১১৭ রানের। যেখানে শেষ দিনে তাদের করতে হবে ১০১ রান।
বুধবার (৩১ মার্চ) তৃতীয় দিন ১ উইকেটে ৪ রান নিয়ে ব্যাট করতে নামে খুলনা বিভাগ। ৪৩ বলে ৩১ রান করা ইমরুল কায়েসকে ফিরিয়ে দিয়ে দিনের প্রথম উইকেট শিকার করেন আরিফুল হক। এরপর ৩০ রান করা নাহিদুল ইসলামকে ফেরান মাহমুদুল ইসলাম।
৯৯ রানে ৩ উইকেট হারানো খুলনার ব্যাটিং লাইনআপে এরপর একাই ধস নামান মুগ্ধ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শিকার করেন ৬ উইকেট।
তৃতীয় দিনে টানা ২ বলে তুষার ইমরান (২), নুরুল হাসান সোহানকে (০) শিকার করেন মুগ্ধ। এরপর অমিত, জিয়া ও আব্দুল হালিমকে টানা শিকার করে ৫ উইকেট পূর্ণ করেন মুগ্ধ। এছাড়া আগের দিন রবিউল ইসলাম রবিকে শিকার করেছিলেন তিনি।
টিপু সুলতানকে আউট করে খুলনার কফিনে শেষ পেরেক ঠুকে দেন সোহরাওয়ার্দী শুভ। প্রথম ইনিংসে ২২১ রান করা খুলনা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৫৯ রানে।
ফলে প্রথম ইনিংসে ৩৬৪ রান করা রংপুরের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১১৭ রান। তৃতীয় দিনের শেষ দিকে ৭ ওভার ব্যাট করার সুযোগে বিনা উইকেটে ১৬ রান সংগ্রহ করেছে রংপুর। অর্থাৎ, বৃহস্পতিবার শেষ দিন আর মাত্র ১০১ রান করলেই জয় তুলে নিবে রংপুর।
বঙ্গবন্ধু এনসিএলের প্রথম রাউন্ডে ঢাকা বিভাগের কাছে ৮০ রানে হেরেছিল রংপুর বিভাগ। প্রথম ইনিংসে ৮৯ রানে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে ৬ উইকেট শিকার করেছিলেন ঢাকা বিভাগের বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা (প্রথম ইনিংস) : ২২১, ৪৯.২ ওভার (তুষার ১১৬, সোহান ৩১, নাহিদুল ইসলাম ২৯; মুগ্ধ ৬/৬৪, আরিফুল হক ২/৫৪, নাবিল ইসলাম ২/৩১)
রংপুর (প্রথম ইনিংস) : ৩৬৪, ৯৭.১ ওভার (জাহিদ জাবেদ ৩২, তানভির হায়দার ৩১, নাসির হোসের ৬৬, আরিফুল হক ৯৭, ধীমান ঘোষ ৪৩; টুটুল ৪/৭৮, হালিম ২/৮৮, রবি ২/৪১)
খুলনা (দ্বিতীয় ইনিংস) : ২৫৯,৬৯.৩ ওভার (অমিত মজুমদার ৮৯, ইমরুল কায়েস ৩১, নাহিদুল ইসলাম ৩০, জিয়াউর রহমান ৬৪; মুগ্ধ ৬/৬৭, মাহমুদুল হাসান ২/২৪)
রংপুর (দ্বিতীয় ইনিংস) : ১৬/০; ৭ ওভার (জাহিদ ১৪*, নবীন ১*)।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]