নিউজিল্যান্ডের মাটিতে এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ ক্রিকেট দল। চলমান সফরে বেশ আশা নিয়ে গেলেও ওয়ানডে সিরিজের পর টি-টোয়ন্টি সিরিজের হোয়াইটওয়াশের সামনে টাইগাররা। তবে নিউজিল্যান্ডের মাটিতেও জয় পাওয়া সম্ভব বলে মনে করছেন সৌম্য সরকার।
সৌম্য বলেন, ‘এখানে (নিউজিল্যান্ড) জেতা সম্ভব। কিন্তু আমরা যেভাবে খেলছি... একদিন বোলাররা ভালো করছি, একদিন ব্যাটসম্যানরা। তিন বিভাগেই যদি ভালো করতে পারতাম তাহলে সহজ হতো, জয় সম্ভব হতো।’
ওয়ানডে সিরিজের তিন ম্যাচে যথাক্রমে ০, ৩২ এবং ১ রান করেছিলেন সৌম্য সরকার। প্রথম টি-টোয়েন্টিতে ভালো করতে পারেননি তিনি। ৬ বল খেলে সাজঘরে ফিরেছিলেন মাত্র ৫ রানে। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এসেছে এ ফরম্যাটের তৃতীয় অর্ধশত।
সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে বোলিং-ব্যাটিং ছাড়াও ফিল্ডিংয়ে সকলের ভালো পারফরম্যান্স চান সৌম্য। জয় পেতে হলে এর কোনো বিকল্পও নেই বলে জানিয়েছেন তিনি।
বুধবার (৩১ মার্চ) বিসিবির দেওয়া ভিডিও বার্তায় সৌম্য বলেন, ‘আর একটা ম্যাচই বাকি আছে। যদি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে পারি তাহলে জেতা সম্ভব। গত ম্যাচে ফিল্ডিং অনেক ভালো ছিল। একটা দুইটা ছোট ছোট ভুল হচ্ছে। এ ভুলগুলো যদি না করি, নিজেদের পক্ষে কাজে লাগাতে পারি, তাহলে আমার মনে হয় কালকের ম্যাচ জিততে পারবো।’
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৭ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি সৌম্য। দীর্ঘ দিন পর ব্যাটে রান পাওয়া সৌম্য বলেন, ‘ইতিবাচক মনোভাব তো অবশ্যই ছিল। প্রথমে সবার মধ্যে ইয়ে ছিল যে কত লক্ষ্য? যখন মাঠে গেলাম, আম্পায়ারের সঙ্গে কথা বললাম, উনি বললেন এ রকম একটা লক্ষ্য (১৭০ রান)। এভাবেই শুরু করলাম।’
তিনি বলেন, ‘প্রথম বলেই চার পেয়ে নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল। আগের ম্যাচগুলো এতো ভালো হয়নি। চেষ্টা ছিল এ ম্যাচে দলকে জয়ের দিকে নিয়ে যাওয়ার। উইকেটও ভালো ছিল। দিন শেষে ম্যাচ জিতলে আরও ভালো লাগত।’
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]