আইসিসির সিইও’র পদ হারাচ্ছেন মানু সাহনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৩ এএম, ০১ এপ্রিল ২০২১
আইসিসির সিইও’র পদ হারাচ্ছেন মানু সাহনি

ফাইল ফটো

কর্মচারীদের সঙ্গে বাজে আচরণের অভিযোগে মার্চের দ্বিতীয় সপ্তাহে আইসিসির প্রধান নির্বাহী (সিইও) মানু সাহনিকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়। এবার শোনা যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) নিজের পদ হারাতে যাচ্ছেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। বলা হয়, বুধবার-বৃহস্পতিবারের মধ্যে আইসিসির গভর্নিং বডির টেলিকনফারেন্সে মানু সাহনিকে তার পদ ছাড়তে বলা হতে পারে।

মানু সাহনির কর্তৃত্বপরায়ণ আচরণ নিয়ে নিরীক্ষা সংস্থা ‘প্রাইস ওয়াটার হাউস কুপার্স’র (পিডাব্লিউসি) তদন্তের পর মূলত বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এ ব্যবস্থা নিতে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে আইসিসি পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

শশাঙ্ক মনোহর বিশ্ব ক্রিকেট সংস্থার সভাপতি থাকাকালে ২০১৯ সালে ডেভ রিচার্ডসনের স্থলাভিষিক্ত হন সাহনি। তবে সাহনির বিরুদ্ধে কর্মচারীদের সঙ্গে বাজে আচরণের অভিযোগ ওঠে।

দুবাইয়ে আইসিসির কার্যালয়ের ৯০ শতাংশের বেশি কর্মচারী তার বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে তদন্তে ওঠে এসেছে।এছাড়া কাজ পরিচালনার ক্ষেত্রে সাহনির কর্তৃত্বপরায়ণ আচরণ তার পূর্বসূরিদের চেয়ে আলাদা, যা কর্মচারীরা ভালোভাবে নেননি।

বাধ্যতামূলক ছুটি পাওয়ার আগে থেকেই কর্মচারীদের সাথে ঝামেলায় অফিসে অনুপস্থিত ছিলেন সাহনি। চলতি মেয়াদে প্রধান নির্বাহীর পদে সাহনির এখনও এক বছর বাকি আছে। তবে তার আগেই বিদায় ঘণ্টা বাজতে যাচ্ছে তার।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির সভাপতি থেকে শশাঙ্ক মনোহরের পদত্যাগ

আইসিসির সভাপতি থেকে শশাঙ্ক মনোহরের পদত্যাগ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসিতে দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসিতে দক্ষিণ আফ্রিকা

নতুন পুরস্কার চালু করলো আইসিসি

নতুন পুরস্কার চালু করলো আইসিসি

ইতিহাসের পাতায় পোলোস্যাক, আইসিসির অভিনন্দন

ইতিহাসের পাতায় পোলোস্যাক, আইসিসির অভিনন্দন