জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজ হবে রুদ্ধদার স্টেডিয়ামে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৬ এএম, ৩০ মার্চ ২০২১
জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজ হবে রুদ্ধদার স্টেডিয়ামে

ফাইল ফটো

দেশের মাটিতে ক্রিকেট ফেরালেও দর্শকদের গ্যালারিতে প্রবেশের সুযোগ দিতে পারছে না জিম্বাবুয়ে। যার ফলে রুদ্ধদার স্টেডিয়ামেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে হবে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এমনটাই জানিয়ে দিয়েছে।

ঘরের মাঠে এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। পুরো সিরিজের খেলা হবে হারারে ক্রিকেট গ্রাউন্ডে।

টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে। তিনটি ম্যাচের সিরিজটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১, ২৩ ও ২৫ এপ্রিল। দু’টি টেস্ট মাঠে গড়াবে যথাক্রমে ২৯ এপ্রিল ও ৭ মে।

প্রায় ১৫ মাস পর ঘরে মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাচ্ছে জিম্বাবুয়ে। গত বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলেছিল জিম্বাবুয়ে। এরপর করোনার কারণে নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারেনি জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের সফরের আগে দক্ষিণ আফ্রিকা সফর করবে পাকিস্তান ক্রিকেট দল। ওই সফরে তিন ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। সিরিজ খেলতে ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

১২ এপ্রিল ঢাকায় আসছে পাকিস্তানের যুবারা

১২ এপ্রিল ঢাকায় আসছে পাকিস্তানের যুবারা

দক্ষিণ আফ্রিকার রঙিন পোশাকে নতুন দুই মুখ

দক্ষিণ আফ্রিকার রঙিন পোশাকে নতুন দুই মুখ

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান

করোনা শঙ্কা, আরও একটি ক্রিকেট সিরিজ স্থগিত

করোনা শঙ্কা, আরও একটি ক্রিকেট সিরিজ স্থগিত