সিরিজ জিতেও অখুশি কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৬ এএম, ৩০ মার্চ ২০২১
সিরিজ জিতেও অখুশি কোহলি

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে দিয়েছে ভারত। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বিরাট কোহলির দল। তবে সিরিজ জিতলেও সন্তুষ্ট হতে পারেননি কোহলি। ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার নিয়ে প্রশ্ন তুলেছেন কোহলি।

পুনেতে রোববার ‘অঘোষিত ফাইনালে’ টস হেরে প্রথমে ব্যাট করে ৪৮ দশমিক ২ ওভারে ৩২৯ রান করে ভারত। উইকেটরক্ষক ঋসভ পান্থ ৭৮, শিখর ধাওয়ান ৬৭ ও হার্ডিক পান্ডিয়া ৪৪ বলে ৬৪ রান করেন। জবাবে ১৬৮ রানে ষষ্ঠ উইকেট হারায় ইংল্যান্ড। তখনই ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিল ভারত।

ভারতের স্বপ্ন ধুলিসাৎ করার পথ তৈরি করছিলেন আট নম্বরে নামা স্যাম কারান। এক প্রান্ত ধরে খেলে স্কোরবোর্ডে রান জড়ো করে ইংল্যান্ডের জয়ের পথ তৈরি করছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তার লড়াই বিফলে যায়। ৫০ ওভারে ৯ উইকেটে ৩২২ রান করে ইংল্যান্ড।

৮৩ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৯৫ রান করেন কারান। এ জন্য ম্যাচ সেরাও হন তিনি। আর সিরিজ সেরা হন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। ৩ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে সিরিজের সর্বোচ্চ ২১৯ রান করেন বেয়ারস্টো।

তবে কারানকে ম্যাচ সেরা ও বেয়ারস্টোকে সিরিজ সেরার পুরস্কার পেতে দেখে অবাক হয়েছেন কোহলি। বলেন, ‘সত্যিই, আমি খুব অবাক হয়েছি ম্যাচ সেরা হয়েছেন কারান, আর সিরিজ সেরা বেয়ারস্টো।’

তিনি বলেন, ‘শারদুল ঠাকুর ম্যাচ সেরা এবং ভুবেনেশ্বর কুমার সিরিজ সেরা হতে পারতো। শারদুল ব্যাট হাতে ২১ বলে ৩০ ও বল হাতে ৪ উইকেট নিয়েছে। আবার সিরিজের সর্বোচ্চ ৭ উইকেটও শিকারি সে। তবে ভুবনেশ্বরকে সিরিজ সেরার পুরস্কার দেওয়া যেত। কারণ, সে ৬ উইকেট নিয়েছে। প্রয়োজনীয় সময়ে দলকে ব্রেক-থ্রু এনে দিয়েছে। মাঝের ওভার ও পাওয়ার প্লে-তে ভালো বল করেছে সে।’

সিরিজ জয়ের পেছনে দলের তরুণ খেলোয়াড়দের প্রশংসাও করেছেন কোহলি। বলেন, ‘প্রসিদ্ধ, ক্রুনাল, শারদুল, নটারাজন ভালো বল করেছে। হার্ডিকও ব্যাটিং-বোলিং ভালো করেছে। পুরো সিরিজে দলের পারফরমেন্স ভালো ছিল। তবে ইংল্যান্ড ভালো লড়াই করেছে।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডেতেও ভারতের কাছে সিরিজ খোয়ালো ইংলিশরা

ওয়ানডেতেও ভারতের কাছে সিরিজ খোয়ালো ইংলিশরা

রান তাড়ার রেকর্ড জয়ে সমতায় ইংল্যান্ড

রান তাড়ার রেকর্ড জয়ে সমতায় ইংল্যান্ড

ভারতের ওয়ানডে ফরম্যাটে তিন নতুন মুখ

ভারতের ওয়ানডে ফরম্যাটে তিন নতুন মুখ

ব্যাটে-বলে দুর্দান্ত ভারত, টি-টোয়েন্টিতেও বাজিমাত

ব্যাটে-বলে দুর্দান্ত ভারত, টি-টোয়েন্টিতেও বাজিমাত