১২ এপ্রিল ঢাকায় আসছে পাকিস্তানের যুবারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৪ পিএম, ২৯ মার্চ ২০২১
১২ এপ্রিল ঢাকায় আসছে পাকিস্তানের যুবারা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাথে দ্বিপাক্ষীক সিরিজ খেলতে ১২ এপ্রিল (সোমবার) বাংলাদেশে আসবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সিরিজে একটি চারদিনের ম্যাচ ও পাঁচদিনের ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

সিরিজের ম্যাচগুলো ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের একমাত্র চারদিনের ম্যাচটি সিলেটে শুরু হবে ১১ এপ্রিল।

বাংলাদেশে আসার আগে লাহোরে ১০ দিনের ক্যাম্প করবে পাাকিস্তানের যুবারা। এছাড়া বাংলাদেশে আসার আগে তাদের করোনা প্রতিরোধী টিকা দেওয়া হবে।

ঢাকায় পা রেখেই সরাসরি সিলেটে চলে যাবে পাকিস্তান দল। অনুশীলন পর্বের আগে সেখানেই কোয়ারেন্টাইনে থাকবে তারা।
সিরিজের একমাত্র চারদিনের ম্যাচটি ১১ এপ্রিল শুরু হবে সিলেটে।

ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচ যথাক্রমে ২৬, ২৮ ও ৩০ এপ্রিল সিলেটের একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এরপর ৩ ও ৫ মে শেষ দুই ওয়ানডে হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অনূর্ধ্ব-১৯ দলে হবিগঞ্জের তারেক

অনূর্ধ্ব-১৯ দলে হবিগঞ্জের তারেক

অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক দলে ২৮ জন

অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক দলে ২৮ জন

আইপিএল খেলবেন মোস্তাফিজ, বিসিবির অনুমতি

আইপিএল খেলবেন মোস্তাফিজ, বিসিবির অনুমতি

আফিফ-সাইফউদ্দিনের ব্যাটে শুধু ‘লজ্জা’ নিবারণ

আফিফ-সাইফউদ্দিনের ব্যাটে শুধু ‘লজ্জা’ নিবারণ