নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে হেরে ইতিমধ্যে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে হারলেই হোয়াইটওয়াশ হবে টাইগাররা। যদিও নিউজিল্যান্ডের মাটিতে ক্রিকেটের কোনো ফরম্যাটেই বাংলাদেশের জয়ের রেকর্ড নেই। এমন ম্যাচে দুটো দলেই একাদশে একটি করে পরিবর্তন নিয়ে খেলছে।
বাংলাদেশ একাদশে দ্বিতীয় ওয়ানডেতে খেলা মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে রুবেল হোসেনকে নেওয়া হয়েছে। তিন ম্যাচ সিরিজে শেষ ম্যাচেই প্রথম খেলছেন রুবেল হোসেন। এর আগে প্রথম দুই ম্যাচে তাকে একাদশের বাইরেই থাকতে হয়েছে।
দ্বিতীয় ম্যাচ খেলা সাইফউদ্দিনেরও ছিল প্রথম ম্যাচ। ওই ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ৭ রান (৪ বল) করলেও বল হাতে ব্যর্থ ছিলেন তিনি। ৭ দশমিক ২ ওভার বল করে কোনো উইকেট শিকার করতে পারেননি। রান দিয়েছিলেন ৪৩টি।
অন্যদিকে নিউজিল্যান্ড একাদশে উইল ইয়ংয়ের পরিবর্তে রস টেইলরকে ফেরানো হয়েছে। চোটের কারণে অভিজ্ঞ টেইলরের প্রথম দুই ম্যাচে খেলা হয়নি।
সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ডানেডিনে এবং ক্রাইস্টচার্চ। ম্যাচ দুটিতে যথাক্রমে ৮ এবং ও ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। দুই ওয়ানডে হেরে সিরিজ হারা ছাড়াও নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের হারের সংখ্যা দাঁড়িয়েছে ২৮-এ (১৫টি ওয়ানডে, ৯টি টেস্ট ও ৪টি টি-টোয়েন্টি)।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ
টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্টিন গাপটিল, হেনরি নিকলস, ডেভন কনওয়ে, রস টেইলর, জেমস নিশাম, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন এবং ট্রেন্ট বোল্ট।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]