অপুর বিধ্বংসী বোলিংয়ে জয়ে শুরু ঢাকা বিভাগের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৯ এএম, ২৬ মার্চ ২০২১
অপুর বিধ্বংসী বোলিংয়ে জয়ে শুরু ঢাকা বিভাগের

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসরের প্রথম রাউন্ডে প্রথম স্তরের ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করলো ঢাকা বিভাগ। বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর বোলিং নৈপুণ্যে রংপুর বিভাগকে ৮০ রানে হারিয়েছে ঢাকা। প্রথম ইনিংসে ৮৯ রানে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে ৬ উইকেট নেন অপু।

বিকেএসপির চার নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে রংপুরকে জিততে ২৬৪ রানের টার্গেট দেয় ঢাকা বিভাগ। জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৩৫ রান করেছিল রংপুর। এতে ম্যাচের শেষ দিন ৮ উইকেট হাতে নিয়ে ২২৯ রান করতে হতো রংপুরকে। ব্যাট হাতে রংপুরের পক্ষে সোহরাওয়ার্দি শুভ ১২ ও মাহমুদুল হাসান ৪ রান নিয়ে উইকেটে ছিলেন।
sportsmail24
বৃহস্পতিবার (২৫ মার্চ) ম্যাচের শেষ দিন, অপুর স্পিন বিষে কুপোকাত হয়ে যায় রংপুর। ১৮৩ রানেই গুটিয়ে যায় রংপুরের ইনিংস। অপুর সাথে বল হাতে তাল মিলিয়েছেন বাঁ-হাতি স্পিনার তাইবুর রহমান, ডান-হাতি অফ-স্পিনার আরাফাত সানি জুনিয়র-সাইফ হাসান। তাইবুর ২টি, সানি-সাইফ ১টি করে উইকেট নেন।

এ ইনিংসে রংপুরের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন অধিনায়ক নাঈম ইসলাম। প্রথম ইনিংসে ১১৫ রান করা নাসির হোসেনের ব্যাট থেকে আসে ১৬ রান। ম্যাচে ১৫৩ রানে ১০ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হয়েছেন ঢাকা বিভাগের অপু।

প্রথম ইনিংসে সাইফ হাসানের ১২৭ সুবাদে ৩৬৫ রানের সংগ্রহ গড়ে ঢাকা বিভাগ। জবাবে নাসির হোসেনের ১১৫ রানের উপর ভর করে ২৩০ রান করে রংপুর। দ্বিতীয় ইনিংসে ঢাকাকে ১২৮ রানে গুটিয়ে দিলে জয়ের জন্য রংপুরের সামনে লক্ষ্য দাঁড়ায় (১৩৫+১২৮) ২৬৩ রান।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নাসির ফিরলেন, শতক হাঁকিয়ে জবাব দিলেন নীরবে

নাসির ফিরলেন, শতক হাঁকিয়ে জবাব দিলেন নীরবে

রাজশাহীকে হারিয়ে চট্টগ্রামের শুভ সূচনা

রাজশাহীকে হারিয়ে চট্টগ্রামের শুভ সূচনা

জাকিরের সেঞ্চুরিতেও হার এড়াতে পারলো না সিলেট

জাকিরের সেঞ্চুরিতেও হার এড়াতে পারলো না সিলেট

চান্স মিসেই ম্যাচ মিস : তামিম

চান্স মিসেই ম্যাচ মিস : তামিম