রাজশাহীকে হারিয়ে চট্টগ্রামের শুভ সূচনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৮ এএম, ২৬ মার্চ ২০২১
রাজশাহীকে হারিয়ে চট্টগ্রামের শুভ সূচনা

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসরে জয় দিয়ে শুভ সূচনা করলো চট্টগ্রাম বিভাগ। দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহী বিভাগকে ৮৮ রানে হারিয়েছে চট্টগ্রাম বিভাগ। ব্যাট হাতে চার ইনিংসে ব্যাট হাতে একমাত্র সেঞ্চুরি করেছেন চট্টগ্রামের শাহাদাত হাসান দিপু।

বৃহস্পতিবার (১৫ মার্চ) শেষ দিনে ম্যাচ জিততে আরও ১৩৬ রান করতে হতো রাজশাহী বিভাগকে। অন্যদিকে, জয় পেতে চট্টগ্রামের দরকার ছিল ৫ উইকেট। বল হাতে মাত্র ৪৭ রান খরচ করে রাজশাহীর অবশিষ্ট সেই ৫ উইকেট তুলে নেয় চট্টগ্রাম। ব্যাট হাতে ১৯৪ রানে অলআউট হয়ে যায় রাজশাহী।
sportsmail24
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শাহাদাত হাসান দিপুর ১০৮ রানের সুবাদে প্রথম ইনিংসে ২৮৭ রান সংগ্রহ করে চট্টগ্রাম বিভাগ। জবাবে ১৫২ রানে গুটিয়ে যায় রাজশাহী বিভাগ।

দ্বিতীয় ইনিংসে চট্টগ্রাম ১৪৭ রান সংগ্রহ করলে জয়ের জন্য রাজশাহীর সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮৩ রান। বুধবার তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৪৭ রান করেছিল রাজশাহী। জুনায়েদ সিদ্দিকী ৫১ ও ফরহাদ রেজা ১৪ রানে অপরাজিত ছিলেন।
sportsmail24
চতুর্থ দিন ফরহাদ ২৫ রানে আউট হন। মোট ১৯৪ রানের অল-আউট হয়ে যায় রাজশাহী বিভাগ। ৬৮ রানে অপরাজিত ছিলেন জুনায়েদ। চট্টগ্রামের পক্ষে বল হাতে স্পিনার মেহেদী হাসান রানা ৪টি ও পেসার ইরফান হোসেন ৩ উইকেট নেন।

ম্যাচে ৭ উইকেট ও ৫৫ রান করে ম্যাচ সেরা হয়েছেন চট্টগ্রামের রানা।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জাকিরের সেঞ্চুরিতেও হার এড়াতে পারলো না সিলেট

জাকিরের সেঞ্চুরিতেও হার এড়াতে পারলো না সিলেট

সেঞ্চুরির পর বল হাতেও উজ্জ্বল নাসির

সেঞ্চুরির পর বল হাতেও উজ্জ্বল নাসির

প্রথম দিনই সাইফের সেঞ্চুরি

প্রথম দিনই সাইফের সেঞ্চুরি

এনসিএলের ২২তম আসরে কে কোন দলে খেলছেন

এনসিএলের ২২তম আসরে কে কোন দলে খেলছেন