অধিনায়ক মার্শাল আইয়ুবের পর ঢাকা মেট্রোর পক্ষে সেঞ্চুরি করেছেন আট নম্বরে নামা শহিদুল ইসলাম। তার ১০৬ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪১৩ রানের বড় সংগ্রহ পেয়েছে ঢাকা মেট্রো। ১৬৫ বলে মার্শাল ১১২ রান করেছিলেন। এর ফলে বঙ্গবন্ধু এনসিএলের জয়ের স্বপ্ন দেখছে ঢাকা মেট্রো।
বরিশালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে চলা বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসরে ম্যাচের প্রথম ইনিংসে ২৪১ রান করেছিল বরিশাল বিভাগ। মার্শাল-শহিদুলের জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহ দাঁড় করিয়ে ১৭২ রানের লিড পায় ঢাকা মেট্রো।
বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে সুবিধা করতে পারেনি বরিশাল। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ১৭৭ রান করেছে বরিশাল। ৩ উইকেট হাতে নিয়ে মাত্র ৫ রানে এগিয়ে তারা। তাই দিন শেষে জয় দেখছে ঢাকা মেট্রো।
দ্বিতীয় ইনিংসে বরিশালের ওপেনার মঈনুল ইসলাম হাফ-সেঞ্চুরির দেখা পান। ১৫৫ বলে ৭টি চারে ৬৩ রান করে আউট হন তিনি। বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়ে ৪৪ রানে আউট হন সালমান হোসেন।
এছাড়া সৈকত আলী ২৫, সোহাগ গাজী ১৪ ও নুরুজ্জামান ১৩ রান করেন। প্রথম ইনিংসে ৪৮ রান করা ওপেনার মোহাম্মদ আশরাফুল ফিরেন ১ রানে।
দিন শেষে মনির হোসেন ১২ ও কামরুল ইসলাম শূন্য রানে অপরাজিত আছেন। ঢাকা মেট্রোর শহিদুল-আবু হায়দার ২টি করে উইকেট নিয়েছেন।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]