তামিমকে আউট না দেওয়ায় ক্ষিপ্ত, জেমিসনকে জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৩ এএম, ২৫ মার্চ ২০২১
তামিমকে আউট না দেওয়ায় ক্ষিপ্ত, জেমিসনকে জরিমানা

ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আচরণ ভঙ্গের দায়ে নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসনকে জরিমানা করেছে আইসিসি। একই সাথে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন এ পেসার।

বুধবার (২৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে আইসিসি এ তথ্য জানিয়েছে। বলা হয়, আচরণ ভঙ্গের দায়ে জেমিসনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি। এখন ২৪ মাসের মধ্যে একই ধরনের অপরাধ করলে আরও একটি ডিমেরিট পয়েন্ট যোগ হলে এক বা একাধিক ম্যাচের জন্য নিষিদ্ধও হতে পারেন তিনি।

বাংলাদেশ ইনিংসের ১৫তম ওভারে বল হাতে আক্রমণে ছিলেন জেমিসন। স্ট্রাইকে ছিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। জেমিসনের বল খেলতে গিয়ে বোলারকেই ক্যাচ দিয়েছিলেন তামিম। ক্যাচ তালুবন্দি করেন জেমিসন। তবে টিভি আম্পায়ার আউট দেননি। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে ক্ষুব্ধ জেমিসন অশোভন আচরণ করেন।

যা ম্যাচ রেফারির চোখ এড়ায়নি। এতে আইসিসির খেলোয়াড় আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘন করেন জেমিসন। ফলে জেমিসনকে শুনানির জন্য ডাকা হলে নিজের ভুল মেনে নেন। এরপরও জরিমানা ও ডিমেরিট পয়েন্ট থেকে রক্ষা পাননি তিনি।

শুক্রবার (২৬ মার্চ) ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন মোস্তাফিজ

তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন মোস্তাফিজ

চান্স মিসেই ম্যাচ মিস : তামিম

চান্স মিসেই ম্যাচ মিস : তামিম

জয়ের খরা কাটলো না, সিরিজ খোয়ালো বাংলাদেশ

জয়ের খরা কাটলো না, সিরিজ খোয়ালো বাংলাদেশ

আইপিএলের জন্য টি-টোয়েন্টি সিরিজে নেই উইলিয়ামসন-বোল্টসহ ৬ ক্রিকেটার

আইপিএলের জন্য টি-টোয়েন্টি সিরিজে নেই উইলিয়ামসন-বোল্টসহ ৬ ক্রিকেটার