দেশে ফিরে আইপিএলের প্রস্তুতিতে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২০ এএম, ২৫ মার্চ ২০২১
দেশে ফিরে আইপিএলের প্রস্তুতিতে সাকিব

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কয়েকজন পরিচালককে নিয়ে ক্ষোভ প্রকাশের পর বিভিন্ন আলোচনা-সমালোচনার মধ্যেই দেশে ফিরেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশে ফিরে কোয়ারেন্টাইন পালন শেষে মাঠের অনুশীলনে ফিরেছেন তিনি। লক্ষ্য আইপিএলের আগে নিজেকে তৈরি করে নেওয়া।

মঙ্গলবার (২৪ মার্চ) ছিল সাকিব আল হাসানের ৩৪তম জন্মদিন। তবে ছিল না জন্মদিনের উৎসব। সকাল সকাল মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলে এসেছিলেন সাকিব। মাঠে এসে দুই ঘণ্টা অনুশীলনে জিমসহ ব্যাটিং-বোলিং করেন। নিজেকে পরগ করে নিয়েছেন ঠিক আছে কি-না।

শ্রীলঙ্কা টেস্ট থেকে ছুটি নিয়ে আইপিএল খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। ছুটি নিয়ে শঙ্কা তৈরি হলেও বিসিবির দেওয়া ছুটি এখনও বলবৎ রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২৬ মার্চের পর যেকোনো দিন ভারতের উদ্দেশে উড়াল দেবেন সাকিব।

কুচকির ইনজুরির কারণে দলে থাকলেও দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি সাকিব। ফলে ক্রিকেটে ফেরার লক্ষ্য নিয়ে জন্মদিনেই অনুশীলন শুরু করেছেন দেশসেরা এ অলরাউন্ডার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। দীর্ঘ দিন আবারও কলকাতা তাকে দলে ভিড়িয়েছে। ৯ এপ্রিল থেকে আইপিএলের ১৪তম আসর শুরু হবে, আর ১১ এপ্রিল প্রথম মাঠে নামবে সাকিবের দল কলকাতা। কলকাতার প্রথম ম্যাচে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দারাবাদ।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আইপিএলে নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে চান সাকিব আল হাসান। বিসিবির কাছে ছুটিরআবেদনেিএমনটাই উল্লেখ করেছেন সাকিব।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবের ছুটি ৪৮ দিন, পুরো আইপিএল নয়

সাকিবের ছুটি ৪৮ দিন, পুরো আইপিএল নয়

ছুটির ‘ভুল ব্যাখ্যা’য় বিসিবির সমালোচনায় সাকিব

ছুটির ‘ভুল ব্যাখ্যা’য় বিসিবির সমালোচনায় সাকিব

সাকিবের ছুটি চাওয়ায় বিব্রত নন পাপন, মন খারাপ

সাকিবের ছুটি চাওয়ায় বিব্রত নন পাপন, মন খারাপ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলবেন সাকিব!

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলবেন সাকিব!