নাসির ফিরলেন, শতক হাঁকিয়ে জবাব দিলেন নীরবে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৮ এএম, ২৫ মার্চ ২০২১
নাসির ফিরলেন, শতক হাঁকিয়ে জবাব দিলেন নীরবে

নাসির হোসেন, এক সময়ের জাতীয় দলের ফিনিশার খ্যাত টাইগার ক্রিকেটার। দীর্ঘ দিন ধরে দেশের জার্সি গায়ে মাঠে বাইরে।ক্রিকেটের তিন ফরম্যাটের দেশের হয়ে সর্বশেষ দেখা গেছে ২০১৮ সালের জানুয়ারিতে। সম্প্রতি বিয়ে করে এসেছিলেন বিতর্কিত আলোচনায়। কথা হয়েছিল তার ফর্ম নিয়েও। তবে সেই নাসির এবার জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ফিরেই হাঁকালেন সেঞ্চুরি।

২২তম বঙ্গবন্ধু এনসিএলে রংপুর বিভাগের হয়ে খেলছেন নাসির হোসেন। আসরে ঢাকা বিভাগের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন নাসির হোসেন। ব্যাট হাতে পাঁচ নম্বরে নেমে ২৫২ বলে ১১৫ রানের ইনিংস উপহার দিয়েছেন তিনি।

দলের বাকি ব্যাটসম্যানরা যখন চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছিলো, ঠিক তখনই সেঞ্চুরির মতো দায়িত্বশীল ইনিংস খেলেন নাসির হোসেন। নাসির যখন মাঠে নামেন দলের স্কোর তখন ৩ উইকেটে ২২ রান। এমন বিপর্যায়ে থাকা দলকে টেনে তুলেন তিনি।

শুধু তাই নয়, এক পর্যায়ে দলের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৪১ রান। সেখান থেকে দলকে টেনে তুলে দুইশত রান পার করান নাসির। তার এমন ব্যাটিংয়ে কিছুটা সঙ্গ পেয়েছিলেন মাহমুদুল হাসানের।

মঙ্গলবার (২৩ মার্চ) দ্বিতীয় দিন শেষে নাসিরের দল রংপুরের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৯৪ রান। ৯৩ রানে অপরাজিত ছিলেন নাসির। তৃতীয় দিন পেসার আলাউদ্দিন বাবুকে নিয়ে মাঠে নামেন নাসির। তবে দলীয় ২০৮ রানে সাজঘরে ফেরেন বাবু। ৪৭ বলে ২২ রান করে বাবু যখন সাজঘরে ফিরেন নাসির তখনো সেঞ্চুরি থেকে ৫ রান দূরে ছিলেন।

এরপর রিশাদকে সাথে নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন নাসির। ডানহাতি এ ব্যাটসম্যান সেঞ্চুরি পূরণ করেন ২২০ বল। সালাউদ্দিন শাকিলের বলে আউট হওয়ার আগে ১১৫ রান করতে ২৫২ বল খেলেন তিনি। নাসিরের এ ইনিংসে ১১টি চারের মারের সাথে ৪টি ছক্কার মারও ছিল।

নাসিরের সেঞ্চুরির সুবাদে ঢাকার অদূরে বিকেএসপিতে চলা এ ম্যাচে নিজেদের প্রথম ইনিংস থেকে ২৩০ রানের সংগ্রহ পেয়েছে রয়পুর বিভাগ। এর আগে প্রথম ইনিংসে ৩৬৫ রান করেছে ঢাকা বিভাগ।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিয়ে নিয়ে সংবাদ সম্মেলনে নাসির-তামিমা

বিয়ে নিয়ে সংবাদ সম্মেলনে নাসির-তামিমা

মাহমুুদউল্লাহ-নাসিরের ৯ বছরের রাজত্বে লিটন-মিরাজের হানা

মাহমুুদউল্লাহ-নাসিরের ৯ বছরের রাজত্বে লিটন-মিরাজের হানা

চান্স মিসেই ম্যাচ মিস : তামিম

চান্স মিসেই ম্যাচ মিস : তামিম

আইপিএলের জন্য টি-টোয়েন্টি সিরিজে নেই উইলিয়ামসন-বোল্টসহ ৬ ক্রিকেটার

আইপিএলের জন্য টি-টোয়েন্টি সিরিজে নেই উইলিয়ামসন-বোল্টসহ ৬ ক্রিকেটার