বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসরে দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহী বিভাগের বিপক্ষে খেলছে চট্টগ্রাম বিভাগ। প্রথম দিনেই তিন হাফ-সেঞ্চুরিতে রাজশাহীর বিপক্ষে ৭ উইকেটে ২৫৬ রান করেছে চট্টগ্রাম।
সোমবার (২২ মার্চ) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় চট্টগ্রাম। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি তাদের। ৫২ রানে ৪ উইকেট হারায় তারা। পারভেজ হোসেন ইমন ৬, পিনাক ঘোষ ১৫, মাহমুদুল হাসান জয় ১১ ও অধিনায়ক মমিনুল হক ৬ রান করে।
এরপর ৮৮ রানের জুটিতে দলকে খেলায় ফেরান ইয়াসির আলি ও শাহদাত হোসেন। ইয়াসির ৬৩ রানে থামলেও ৮৮ রানে অপরাজিত আছেন শাহাদাত। ২২৪ বল খেলে ৮টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।
সপ্তম উইকেটে মেহেদী হাসান রানাকে নিয়ে ১১৩ রানের জুটি গড়েন শাহাদাত। ৫৫ রান করে ফিরেন রানা।
রাজশাহীর পক্ষে ২টি করে উইকেট নেন ফরহাদ রেজা ও আসাদুজ্জামান পায়েল। ১টি করে উইকেট নিয়েছেন শফিকুল ইসলাম ও তাইজুল ইসলাম।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]