প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ওপেনার সাদমান ইসলাম। ফলে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসরের প্রথম রাউন্ডে খেলতে নামতে পারেননি তিনি।
দেশের বিভিন্ন ভেন্যুতে সোমবার (২২ মার্চ) থেকে শুরু হয়েছে এনসিএল’র ২২তম আসর। ঢাকা মেট্রোর হয়ে খেলার কথা ছিল সাদমানের। এ আসরটি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে প্রস্তুতির প্লাটফর্ম হিসেবে দেখা হচ্ছে।
১৯ মার্চ প্রথম করোনা পরীক্ষায় পজিটিভ হন সাদমান। এরপর লিগ শুরুর একদিন আগে, অর্থাৎ রোববারও সাদমানের দ্বিতীয় করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
দ্বিতীয় রাউন্ডের আগে আবারও করোনা পরীক্ষা করা হবে সাদমানের। ওই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেই দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবেন তিনি।
এদিকে, এনসিএলে খেলা বেশিরভাগ খেলোয়াড়ই ভ্যাকসিন নিয়েছেন। তবে সেই তালিকায় ছিলেন না সাদমান।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১২ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ দল।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]