করোনা মহামারির পর মাঠে গড়ালো জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। সোমবার (২২ মার্চ) থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসরের প্রথম দিনই সেঞ্চুরি হাঁকিয়েছেন ঢাকা বিভাগের সাইফ হাসান।
রংপুর বিভাগের বিপক্ষে প্রথম স্তরের ম্যাচে সাইফের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২৯৭ রান করেছে ঢাকা বিভাগ। ঢাকার অদূরে বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ঢাকা বিভাগ। দুই ওপেনার আব্দুল মজিদ ও রনি তালুকদার শূন্য রানে ফিরেন।
তবে উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন ও অধিনায়ক নাদিফ চৌধুরীকে নিয়ে দলের রানের চাকা ঘুড়িয়েছেন সাইফ। অঙ্কন ৪৭ ও নাদিফ ৬৯ রানে ফিরলেও সেঞ্চুরির স্বাদ নিয়েছেন সাইফ।
দলীয় ২৮০ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১২৭ রান করেন সাইফ। ২৩৩ বলের ইনিংসে ১১টি চার ও ৫টি ছক্কা হাকান তিনি।
১০৫ বল খেলে ৮টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান অধিনায়ক নাদিফ। আরাফাত সানি জুনিয়র ৮ ও সুমন খান ৪ রানে অপরাজিত আছেন। অন্যদিকে বল হাতে রংপুরের পক্ষে আলাউদ্দিন বাবু ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]