আইপিএল খেলার জন্য শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ না খেলে ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সাকিবকে ছুটি দিয়েছিল। তবে আলোচনা-সমালোচনার মাঝে বোর্ড কর্মকতাদের প্রতি ‘সন্দেহজনক’ বক্তব্যে সাকিবের আইপিএলে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
শনিবার রাতে একই লাইভ অনুষ্ঠানে সাকিব দাবি করেন, তিনি টেস্ট খেলতে চান না এটা ঠিক না।সাকিব বলেন, ‘বার বার শুধু হচ্ছে, আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত, বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যারাই বলছে যে, আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলব না, তারা চিঠিটা পড়েনি। এটা হচ্ছে একদম বড় কথা। আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে, আমি টেস্ট খেলতে চাই না। আমি শুধু উল্লেখ করেছি, আমি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এ সময়টাতে আইপিএল খেলতে চাই, এটাই বলেছি।’
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘আমার ধারণা, বিশেষ করে, আকরাম ভাই বার বার বলেছেন, আমি খেলতে চাই না, খেলতে চাই না। আগের দিনও তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন। আমার ধারণা, উনি চিঠিটি পড়েননি। আমি পাপন ভাইকে ধন্যবাদ দিতে চাই। আর যা-ই হোক, উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি।’
রোববার (২১ মার্চ) রাতে রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায় বৈঠক করেন বেশ কয়েকজন। বৈঠক শেষে সাংবাতিকদের সাথে কথা বলেছেন আকরাম খান।
সাকিবের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কিন্তু ওই ব্যাপারে (সাকিব ইস্যু) বসিনি। কারণ, যতটুকু জানি সে (সাকিব) একটা সাক্ষাৎকার দিয়েছে। অনেক লম্বা সাক্ষাৎকারটা। সেটা আমরা এখনও দেখিনি, আজকে পরিকল্পনা করেছি আগে ওটা দেখতে হবে। যেহেতু কী বলেছে তার সবটা আমরা জানি না, কিছু শুনেছি।’
‘মূল মিটিংটা হলো, নিউজিল্যান্ডে আমাদের টিমটা খেলছে। সামনে টি-টোয়েন্টি ও ওয়ানডে আছে, এসব বিষয় নিয়ে আলোচনা করেছি যে, আমাদের কোনো ব্যাপার নিয়ে যেন টিমে কোনো প্রভাব না পরে। আর অনেক কথার মধ্যে একটা কথা শুনেছি যে, সে (সাকিব) চিঠি দিয়েছে কিন্তু আমি চিঠিটা পড়িনাই। ঠিক আছে, আমি হয়তবা ভুল বুঝতে পারি ওর চিঠিটা, ও টেস্ট খেলতে চাচ্ছে, তো আমি কাল-পরশু বোর্ডের সবার সঙ্গে আলোচনা করে ওর এনওসি ব্যাপারে আমরা চিন্তা করবো।’
তিনি আরও বলেন, ‘এনওসি মানে ওর যদি টেস্টে ইন্টারেস্ট থাকে তো ও টেস্ট খেলবে। আর বাকি যেগুলা আছে, সেটা আমরা সাক্ষাৎকারটা দেখে সিদ্ধান্ত নেব, কী করা যায় না যায়।’
নিষেধাজ্ঞার কারণে আইপিএলের ১৩তম আসর খেলতে পারেননি। নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়া সাকিব আল হাসানকে তার পুরোনো দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]