আইপিএল খেলতে জাতীয় দলের শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে খেলবেন না সাকিব আল হাসান। এ বিষয়ে ছুটি চেয়ে চিঠি দিলে সাকিবকে ছুটিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা কমছে না। এবার নিজের দেওয়া চিঠির বিষয়ে বিসিবির কর্তারা ভুল ব্যাখ্যা দিয়েছেন বলে অভিযোগ তুললেন সাকিব।
শনিবার (২০ মার্চ) দিনগত রানে ক্রিকেটভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ক্রিকফ্রেঞ্জি’র ফেসবুক পেজে এক লাইভ অনুষ্ঠানে সাকিব এ অভিযোগ করেন। ছুটি মঞ্জুর করার পরও বিষয়টি নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
সাকিব বলেন, ‘বার বার শুধু হচ্ছে, আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত, বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যারাই বলছে যে, আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলব না, তারা চিঠিটা পড়েনি। এটা হচ্ছে একদম বড় কথা। আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে, আমি টেস্ট খেলতে চাই না। আমি শুধু উল্লেখ করেছি, আমি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এ সময়টাতে আইপিএল খেলতে চাই, এটাই বলেছি।
তিনি বলেন, ‘আমার ধারণা, বিশেষ করে, আকরাম ভাই বার বার বলেছেন, আমি খেলতে চাই না, খেলতে চাই না। আগের দিনও তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন। আমার ধারণা, উনি চিঠিটি পড়েননি। আমি পাপন ভাইকে ধন্যবাদ দিতে চাই। আর যা-ই হোক, উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি।’
‘একজন খেলোয়াড়দের এ স্বাধীনতা থাকা উচিত। বোর্ড কিংবা বোর্ড প্রধান যদি কোনো ক্রিকেটারকে এভাবে পেছনে থেকে সাহায্য করে, তাহলে ক্রিকেটারের আত্মবিশ্বাস বাড়ে। পরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সময় ক্রিকেটারদের দায়বদ্ধতাও বেড়ে যায়, ভালো কিছু করার জন্য। সে কারণে পাপন ভাইকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়।’
তিনি আরও বলেন, ‘আমার ধারণা, এরপর থেকে মানুষের কাছে বিষয়টা স্পষ্ট হবে যে, এটা কেবল টেস্টের জন্য নয়। এ সময়ে যদি ওয়ানডেও থাকতো... আমি বলেছি যে, এ সময়ে আমি আইপিএলে খেলতে চাই। আমি জানতে পারবো, যে মাঠে আমি এখন খেলছি, সেই মাঠে চার মাস (মূলত ছয়) পর বিশ্বকাপ আছে। তাই বাংলাদেশ দলের কথা বিবেচনা করলে, আমি বাকিদের চেয়ে বাড়তি সুবিধা পাবো। আর সেটা দলকেও সাহায্য করবে। কারণ, আমি আমার অভিজ্ঞতা বাকিদের সঙ্গে ভাগাভাগি করতে পারবো।’
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]