পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। দুটি সিরিজের জন্যই আলাদা দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উইহান লুবে ও লিজাড উইলিয়ামস। ফাস্ট বোলার উইলিয়ামস দুই সিরিজেই দলে রয়েছেন। শুধুমাত্র টি-টোয়েন্টিতে আছেন অলরাউন্ডার লুবে।
নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩টি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে ২ এপ্রিল ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে প্রোটিয়া ও পাকিস্তানের ব্যাটে-বলের লড়াইয়ের সিরিজ।
এদিকে, ওয়ানডে দলে ফিরেছেন এইডেন মার্করাম। আর টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন মিগায়েল প্রিটোরিয়াস ও কাইল ভেরেয়ানে। পাকিস্তানের বিপক্ষে দুই ফরম্যাটেই স্বাগতিকদের নেতৃত্ব দিবেন নতুন দলপতি, তেম্বা বাভুমা।
কিছুদিন আগে কুইন্টন ডি ককের কাছ থেকে অধিনায়কত্ব পেয়েছেন তেম্বা বাভুমা। পকিস্তানের বিপক্ষে ডি ককও দলে আছেন।তবে তিনিসহ আইপিএলের চুক্তিতে থাকা কাগিসো রাবাদা, ডেভিড মিলার ও আনরিক নরকিয়াকে আগেই দল থেকে ছেড়ে দেওয়া হবে।
ওয়ানডে স্কোয়াড
তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিউরান হেনড্রিকস, হেইনরিখ ক্ল্যাসেন, জানেমান মালান, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুনগি এনগিডি, এনরিক নর্টজে, আন্দিলে ফেলুকোয়ও, কাগিসো রাবাদা, তাবরেইজ শামসি, জন-জন স্মুটস, রসি ফন ডার ডুসেন, জুনিয়র ডালা, লুথো সিপামলা, উইয়ান মুল্ডার, সিসান্ডা মাগালা, কাইল ভেরেয়ানে, ডারয়েন ডুপাভিল্লন, লিজার্ড উইলিয়ামস।
টি-টোয়েন্টি স্কোয়াড
তেম্বা বাভুমা (অধিনায়ক), বিজর্ন ফরটুইন, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, হেইনরিখ ক্ল্যাসেন, জর্জ লিন্ডে, রসি ফন ডার ডুসেন, জানেমান মালান, সিসান্ডা মাগালা, ডোয়াইন প্রিটোরিয়াস, তাবরেইজ শামসি, লুথো সিপামলা, কাইল ভেরেয়ানে, পাইট ফন বিলিজন, মিগায়েল প্রিটোরিয়াস, লিজার্ড উইলিয়ামস, উইহান লুব্বে।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]