প্রোটিয়াদের বিপক্ষে পাকিস্তানের স্কোয়াডে করোনার হানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৫ এএম, ১৯ মার্চ ২০২১
প্রোটিয়াদের বিপক্ষে পাকিস্তানের স্কোয়াডে করোনার হানা

ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে তিন ফরম্যাটে ৩৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরের আগে মঙ্গলবার (১৬ মার্চ) সকল খেলোয়াড়ের করোনা পরীক্ষা করেছে পিসিবি। সেই পরীক্ষায় একজন খেলোয়াড়ের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) এক বিবৃতিতে পিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয়, দক্ষিণ আফ্রিকা সফরের আগে মঙ্গলবার পাকিস্তান দলের ৩৫ জন খেলোয়াড়ের করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে একজন বাদে সকল খেলোয়াড়ের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

করোনায় আক্রান্তের তথ্য জানালেও ওই খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি পিসিবি। জানানো হয়, করোনায় আক্রান্ত ক্রিকেটারকে নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। বাড়িতে থাকা অবস্থায় আবারও তার করোনা পরীক্ষা করা হবে।

দ্বিতীয় পরীক্ষায় যদি নেগেটিভ হন, তবে সে ক্যাম্পে যোগ দিতে পারবে। নয়তো আরও দু’দিন আইসোলেশনে থাকতে হবে তাকে। আর যাদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে তারা লাহোরে জাতীয় দলের ট্রেনিং ক্যাম্পে যোগ দিবেন।

এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান দল। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে দু’টি টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ এপ্রিল থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে পাকিস্তান।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এপ্রিলে বাংলাদেশে আসছে পাকিস্তানের যুবারা

এপ্রিলে বাংলাদেশে আসছে পাকিস্তানের যুবারা

পিএসএলের বাকি ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

পিএসএলের বাকি ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ভারতের কাছে নিশ্চয়তা চায় পাকিস্তান, অন্যথায় ভিন্ন চিন্তা

ভারতের কাছে নিশ্চয়তা চায় পাকিস্তান, অন্যথায় ভিন্ন চিন্তা

দ.আফ্রিকা যাচ্ছে পাকিস্তান, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

দ.আফ্রিকা যাচ্ছে পাকিস্তান, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা